পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cricket amid Heatwave : দাবদাহেই চলছে ঘরোয়া ক্রিকেট, ক্রিকেটারদের স্বাস্থ্যে সতর্ক সিএবি - তীব্র গরমেই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছে ময়দানে

তীব্র গরমেই ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলছে ময়দানে । আগামী মাসে ইডেনে রয়েছে আইপিএলের দু'টি প্লে-অফ ম্যাচও । ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিশেষভাবে সতর্ক রয়েছেন সিএবি কর্তারা (CAB officials are vigilant to keep Cricketers healthy) ।

Domestic cricket in Bengal
দাবদাহেই চলছে ঘরোয়া ক্রিকেট

By

Published : Apr 26, 2022, 8:23 AM IST

কলকাতা, 26 এপ্রিল : দাবদাহ চলছে দক্ষিণবঙ্গে । কলকাতা এবং বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তারই মধ্যে কলকাতা ময়দানে চলছে ঘরোয়া ক্রিকেট । তাতে খেলতে গিয়ে যাতে ক্রিকেটাররা অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য বিশেষভাবে সতর্ক ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB officials are vigilant to keep Cricketers healthy) ।

সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের 28 তারিখ অবধি এই তাপপ্রবাহ চলবে । এই অবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা লেবু জল, এনার্জি ড্রিঙ্ক এবং বরফের জোগান দ্বিগুন করেছি । যেসব মাঠে খেলা হচ্ছে সেখানে এইগুলো পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । ক্রিকেটাররা যাতে অসুস্থ না হয়ে পড়েন সেদিক লক্ষ্য রাখা হচ্ছে ।”

প্রেসিডেন্টের সুরই যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলাতেও । তাঁরা যে ক্রিকেটারদের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক তা মনে করিয়ে দিয়েছেন । আরেক যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, তিনি প্রতিটি মাঠে সমস্তকিছু পর্যাপ্তভাবে যাচ্ছে কি না তা খতিয়ে দেখছেন ।

আরও পড়ুন : বিপর্যয়েও দলের পাশে রোহিত, কঠিন সময় সঙ্গে থাকায় ধন্যবাদ অনুরাগীদের

অন্যদিকে, তীব্র গরমের মধ্যেই আইপিএলের বাজনা বাজতে শুরু করেছে সিএবিতে । প্রায় দু'বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল । 24 এবং 25 মে নন্দনকাননে রয়েছে আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচ । তারই প্রস্তুতিতে সোমবার ইডেনে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন বিসিসিআইয়ের প্রতিনিধিরা । এদিন বিসিসিআইয়ের এক প্রতিনিধি দল আসে ইডেন পরিদর্শন করতে । মাঠ, সাজঘর-সহ বিভিন্ন পরিকাঠামো দেখে খুশি তাঁরা । পরিদর্শনের পর বৈঠক করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম-সচিব দেবব্রত দাসের সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details