কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতায় নতুন ক্রিকেট স্টেডিয়াম ৷ ইডেনের ঐতিহ্য বজায় রেখেই তৈরি হবে নতুন স্টেডিয়ামটি ৷ সোমবার মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন স্টেডিয়াম তৈরির ইঙ্গিত দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বঙ্গ ক্রিকেট প্রশাসনে কোনও পদে না-থাকলেও সিএবি-র দৈনন্দিন কাজের খবর রাখেন তিনি ৷ সেই সূত্রেই সৌরভ জানালেন নতুন এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে রাজারহাটে (CAB New Cricket Stadium Construction Work will Start This Year) ৷
আগামীতে বাংলার ক্রিকেট পরিকাঠামোর রূপরেখা নিয়ে বলতে গিয়েই নতুন স্টেডিয়াম তৈরির ইঙ্গিত দিয়েছেন সৌরভ ৷ শোনা যাচ্ছে, চলতি বছরের অক্টোবর থেকে শুরু হবে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর ইতিমধ্যেই রাজারহাটে জমি কিনেছে সিএবি ৷ সৌরভ বিসিসিআই সভাপতি থাকাকালীন পুরো বিষয়টি এগিয়েছিল ৷ আগে হাওড়ার ডুমুরজলায় স্টেডিয়াম করার ভাবনা থাকলেও, সেখান থেকে সরে এসেছে সিএবি ৷
নতুন স্টেডিয়ামের ঠিকানা হতে চলেছে রাজারহাট ৷ কিন্তু, কত বড় হবে নতুন স্টেডিয়াম ? সৌরভ তারও ইঙ্গিত দিলেন ৷ ইডেনের মত আকারে অত বড় হবে না নতুন ক্রিকেট স্টেডিয়ামটি ৷ 25-30 হাজার দর্শক আসন বিশিষ্ট হবে সেটি ৷ সেখানে টেস্ট এবং রঞ্জি খেলা হবে বলেও জানিয়েছেন সৌরভ ৷ মূল স্টেডিয়াম হিসেবে থাকবে ইডেনই৷ তবে সৌরভ জানিয়েছেন, এই স্টেডিয়াম তৈরির বিষয়ে শেষ কথা সিএবি কর্তৃপক্ষই বলবে ৷ সৌরভ বলেছেন, দু’টি স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ করার সামর্থ্য সংশ্লিষ্ট রাজ্য সংস্থার থাকতে হবে ৷ বিশেষ করে সেই রাজ্য সংস্থার বা শহরের নামে আইপিএল ফ্র্যাঞ্চাইজি না-থাকলে খরচ সামলানো কঠিন বলে মনে করেন সৌরভ ৷
আরও পড়ুন:দল নিয়ে যাদবপুরের মাঠে 'ডিরেক্টর' সৌরভ, কলকাতায় শুরু দিল্লি ক্যাপিটালসের অনুশীলন
পাশাপাশি, বাংলার ক্রিকেটে তিন দশক পেরোতে চললেও রঞ্জি ট্রফি আসেনি ৷ যদিও তিনি এ নিয়ে বাড়তি চিন্তিত নন ৷ কারণ, নিজের খেলোয়াড় জীবনেও গোটা চারেক রঞ্জি ফাইনাল খেলেছেন সৌরভ ৷ নিজের আর্ন্তজাতিক ক্রিকেট কেরিয়ারেও ফাইনাল জিততে না পারার কাহিনী রয়েছে তাঁর ৷ তাই হালকা মেজাজে বললেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের রোগে বোধহয় বাংলা দল ভুগছে ৷ তবে এই আটকে যাওয়া একদিন শেষ হবে ৷ বাংলা চ্যাম্পিয়ন হবে ৷’’ মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে সৌরভের এই বিশ্বাস নিঃসন্দেহে মনোজ তিওয়ারিদের উৎসাহিত করবে ৷