কলকাতা, 25 জুন: একইদিনে দুই প্রধানের ঘরোয়া ক্রিকেট লিগে বিদায় শেষ কবে হয়েছিল, তা মনে করতে পারছে না ময়দান ৷ সিএবি পরিচালিত ঘরোয়া ক্রিকেট মানেই দুই প্রধানের পরিচিত দাপট ৷ ফুটবলের মতো সেই দাপট হয়তো একপেশে নয় ৷ তবুও খেতাবি লড়াইয়ে সেটাই চেনা ছবি হয়ে এসেছে ৷ কিন্তু প্রথম ডিভিশন লিগ থেকে এবার দু'দলই নেমে গেল শেষ চারে ৷ সিএবি প্রথম ডিভিশন লিগে (CAB League Cricket) একইদিনে বিদায় নিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ ফাইনালে কালীঘাট মুখোমুখি হবে ভবানীপুরের (Kalighat and Bhowanipore Qualify for Final) ৷
শুক্রবার সিএবি-র ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে সেমিফাইনালে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ৷ এদিন কালীঘাট হারাল ইস্টবেঙ্গলকে ৷ অপর সেমিফাইনালে ভবানীপুর হারাল মোহনবাগানকে ৷ তিনদিনের ম্যাচে মোহনবাগান প্রথমে ব্যাট করে 249 রান করে ৷ সুদীপ চট্টোপাধ্যায় (0), অনুষ্টুপ মজুমদার (5) ব্যর্থ হলেও অভিমন্যু ঈশ্বরণ 70 রান করেন ৷ ভবানীপুরের দুই বোলার অলোক প্রতাপ সিং ও দুর্গেশ কুমার দুবের বোলিংয়ের সামনে বেসামাল হয়ে যায় মোহনবাগান ৷ অলোক 5টি এবং দুর্গেশ 4টি করে উইকেট নিয়েছেন ৷ সাত উইকেটে সেমিফাইনাল জেতে ভবানীপুর ৷