পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CAB League Cricket: ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে হারিয়ে সিএবি লিগ ফাইনালে কালীঘাট ও ভবানীপুর - East Bengal

সিএবি প্রথম ডিভিশন লিগের ফাইনালে কালীঘাট ও ভবানীপুর (Kalighat and Bhowanipore Qualify for Final) ৷ ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠেছে এই দুই ক্লাব ৷ একই দিনে সেমিফাইনালে হেরে বিদায় নিল দুই প্রধান ৷

Kalighat and Bhowanipore Qualify for Final
Kalighat and Bhowanipore Qualify for Final

By

Published : Jun 25, 2022, 9:22 AM IST

কলকাতা, 25 জুন: একইদিনে দুই প্রধানের ঘরোয়া ক্রিকেট লিগে বিদায় শেষ কবে হয়েছিল, তা মনে করতে পারছে না ময়দান ৷ সিএবি পরিচালিত ঘরোয়া ক্রিকেট মানেই দুই প্রধানের পরিচিত দাপট ৷ ফুটবলের মতো সেই দাপট হয়তো একপেশে নয় ৷ তবুও খেতাবি লড়াইয়ে সেটাই চেনা ছবি হয়ে এসেছে ৷ কিন্তু প্রথম ডিভিশন লিগ থেকে এবার দু'দলই নেমে গেল শেষ চারে ৷ সিএবি প্রথম ডিভিশন লিগে (CAB League Cricket) একইদিনে বিদায় নিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ ফাইনালে কালীঘাট মুখোমুখি হবে ভবানীপুরের (Kalighat and Bhowanipore Qualify for Final) ৷

শুক্রবার সিএবি-র ঘরোয়া লিগের প্রথম ডিভিশনে সেমিফাইনালে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ৷ এদিন কালীঘাট হারাল ইস্টবেঙ্গলকে ৷ অপর সেমিফাইনালে ভবানীপুর হারাল মোহনবাগানকে ৷ তিনদিনের ম্যাচে মোহনবাগান প্রথমে ব‍্যাট করে 249 রান করে ৷ সুদীপ চট্টোপাধ্যায় (0), অনুষ্টুপ মজুমদার (5) ব‍্যর্থ হলেও অভিমন‍্যু ঈশ্বরণ 70 রান করেন ৷ ভবানীপুরের দুই বোলার অলোক প্রতাপ সিং ও দুর্গেশ কুমার দুবের বোলিংয়ের সামনে বেসামাল হয়ে যায় মোহনবাগান ৷ অলোক 5টি এবং দুর্গেশ 4টি করে উইকেট নিয়েছেন ৷ সাত উইকেটে সেমিফাইনাল জেতে ভবানীপুর ৷

শুক্রবার বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ ম‍্যাচ বন্ধ ছিল ৷ সেই কারণে ভবানীপুরের সামনে জয়ের লক্ষ‍্য দাঁড়ায় 241 রান ৷ 76.4 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ভবানীপুর ৷ রঞ্জি সেমিফাইনালে ব্যর্থ হলেও ক্লাব ক্রিকেটে ফিরে দুরন্ত শতরান করেন অভিষেক রমন ৷ তিনি 249 বলে 123 রান করেন ৷

আরও পড়ুন:Kohli Copied Root : ওয়ার্ম-আপ ম্যাচে 'ম্যাজিশিয়ন' রুটকে নকলের চেষ্টা কোহলির, সফল হতে পারলেন কি ?

অপর সেমিফাইনালে প্রথমে ব‍্যাট করে 425 রান করে কালীঘাট ৷ রবিকান্ত শুক্লা 129 রানের ইনিংস খেলেন ৷ এছাড়াও শ্রেয়ংশ ঘোষ (81) ও ঋতম পোড়েল (52) কালীঘাট ক্লাবকে বড় রানের ইনিংস গড়তে সাহায্য করেন ৷ বৃষ্টির জন্য কালীঘাট-ইস্টবেঙ্গল ম‍্যাচও বেশ কিছুটা সময় বন্ধ ছিল ৷ ফলে ওভার কমে ইস্টবেঙ্গলের জয় লক্ষ্য 369 রানে দাঁড়ায় ৷ কিন্তু, সেই রান তাড়া করে জিততে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল ৷ 50.4 ওভারে 3 উইকেট হারিয়ে মাত্র 154 রান তোলে লাল-হলুদ শিবির ৷ সুদীপ ঘরামি করেন 40 রান ৷ 214 রানে জয়ী হয় কালীঘাট ৷

ABOUT THE AUTHOR

...view details