কলকাতা, 5 জুন: ইডেনের সমান্তরাল নয়া ইডেন । আরও উন্নত পরিকাঠামো সম্পন্ন নতুন ইডেন (New Eden)। তবে তা কলকাতা শহরের কেন্দ্রস্থলে নয় । নতুন ক্রিকেট স্টেডিয়ামের ঠিকানা হবে রাজারহাট । ইতিমধ্যে নবান্নের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে (green signal for new Eden)।
14 একর জমি সিএবির জন্য বরাদ্দ করা হয়েছে । এর জন্য 30 কোটি টাকা রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থাকে দিতে হবে (CAB)। দিন কয়েকের মধ্যে প্রয়োজনীয় কাগজ চলে এলেই সিএবি এই ব্যাপারে নীল নকশা সাজানো শুরু করবে । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নতুন স্টেডিয়ামের জন্য জমি পাওয়ার কথা স্বীকার করেছেন । ইতিমধ্যে ইডেনের বর্তমান পরিকাঠামোর সংস্কার চলছে । বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে গোষ্ঠপাল সরণিতে অবস্থিত ইডেন গার্ডেন্সের কাঠামোয় ।
আরও পড়ুন:Ind vs WI at Eden Gardens : নন্দনকাননে ইন্দো-ক্যারিবিয়ান দ্বৈরথে থাকছে দর্শক, মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তিতে সিএবি
আরও একটি উন্নতমানের ক্রিকেট স্টেডিয়াম গড়ার পরিকল্পনা চালাচ্ছিল সিএবি । এ বিষয়ে তারা হাওড়ার ডুমুরজলায় জমি চিহ্নিত করেছিল । কিন্তু সেখানে কিছু সমস্যা দেখা দেয় । এ ব্যাপারে কথা বলতে নবান্নে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একপ্রস্থ আলোচনা হয় ।
সে দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, “খেল নগরীতে সিএবিকে স্টেডিয়াম করার জন্য রাজ্য সরকার জমি দিয়েছিল । ওয়াটার বডি থাকায় সেটা সম্ভব হচ্ছে না । বিকল্প জমি আছে কি না তা নিয়ে কথা বলতেই সৌরভ এসেছিলেন ।” তারপরেই রাজারহাটে জমি পাওয়ার সবুজ সংকেত সিএবির হাতে এল । সম্ভবত ফুটবল সংস্থাকে যেখানে জমি বরাদ্দ করা হয়েছে, তার পাশেই জমি পাচ্ছে সিএবি ।