কলকাতা, 14 সেপ্টেম্বর: আগামী অক্টোবর মাসের মাঝামাঝি হতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বার্ষিক সাধারণ সভা বা এজিএম ৷ এমনটাই জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক সিএবি’র এক শীর্ষকর্তা ৷ ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, 21 দিনের নোটিশ পিরিয়ডের পর অক্টোবরের মাঝামাঝি এজিএম হবে (CAB AGM Might Happen in Mid October 2022) ৷ আর সেই এজিএম এর পরেই 3 বছরের জন্য কুলিং অফে যেতে হবে সিএবি’র বর্তমান সভাপতি অভিষেক ডালমিয়াকে (Avishek Dalmiya) ৷
2015 সালে জগমহন ডালমিয়ার মৃত্যুর পর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সিএবি সভাপতি হন ৷ সেই সময় সিএবি-তে সৌরভের ছেড়ে দেওয়া যুগ্মসচিব পদে বসেন অভিষেক ডালমিয়া ৷ কিন্তু, এ দিন সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্য এবং বিসিসিআই (BCCI) দুই সংস্থায় 6 বছর করে মোট 12 বছর একজন ক্ষমতায় থাকতে পারবেন ৷ সেই মতো সৌরভ গঙ্গোপাধ্যায় 2025 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বোর্ড সভাপতি থাকতে পারবেন ৷ কিন্তু, 2015 সালে রাজ্য সংস্থা অর্থাৎ, সিএবি-তে আসা অভিষেক ডালমিয়াকে এ বার কুলিং অফ পিরিয়ডে যেতেই হবে ৷