পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন তুললেন ব্রড - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম

জুন মাসের 18 তারিখে সাউদাম্পটনের অ্যাজেস বোলে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ আইসিসি ঘোষণা করেছিল প্রত্যেক সিরিজ়ের জন্য একই সংখ্যক পয়েন্ট নির্ধারণ করা হবে ৷ যাতে করে যে দেশগুলি কম টেস্ট খেলবে, তাঁরা সমস্যায় পড়বে না ৷

স্ট্রুয়ার্ট ব্রড
স্ট্রুয়ার্ট ব্রড

By

Published : May 14, 2021, 9:19 PM IST

লন্ডন, 14 মে : বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ড পেসার স্ট্রুয়ার্ট ব্রড ৷ প্রশ্ন তুললেন, কেমন করে পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজ় দুই ম্যাচের ভারত বাংলাদেশ ম্য়াচের সমান হল ?

জুন মাসের 18 তারিখে সাউদাম্পটনের অ্যাজেস বোলে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ আইসিসি ঘোষণা করেছিল প্রত্যেক সিরিজ়ের জন্য একই সংখ্যক পয়েন্ট নির্ধারণ করা হবে ৷ যাতে করে যে দেশগুলি কম টেস্ট খেলবে, তাঁরা সমস্যায় পড়বে না ৷

ব্রড বলেন, ‘‘ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সত্যিই ভাল উদ্যোগ ৷ তবে আমি নিশ্চিত নই এটি সঠিক কিনা ৷ এটা প্রথম বার হচ্ছে ৷ তবে আমি বুঝতে পারছি না কেমন করে পাঁচ ম্য়াচের অ্যাসেজ সিরিজ় দুই ম্যাচের ভারত বাংলাদেশ সিরিজ়ের সমতুল্য হচ্ছে ৷’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম অনুযায়ী সিরিজ়ের ফলাফল নয় ম্য়াচের রেজাল্ট হিসেব করা হবে ৷ পাঁচ ম্য়াচের সিরিজ়ে প্রত্যেক ম্যাচে 20 শতাংশ পয়েন্ট দেওয়া হবে ৷ অন্যদিকে 2 ম্যাচের সিরিজ়ে প্রতি ম্যাচে 50 শতাংশ করে পয়েন্ট দেওয়া হবে ৷

আরও পড়ুন : - এক নম্বর স্থান ধরে রাখার জন্য লড়াকু মানসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে ছেলেরা : রবি শাস্ত্রী

34 বছরের ব্রড মনে করেন এতে তাঁর দেশ সবসময় সমস্যায় পড়বে ৷ এখনও পর্যন্ত 146টি টেস্ট খেলেছেন ইংলিশ পেসার ৷ তুলে নিয়েছেন 517টি উইকেট ৷ ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থনে ৷

ABOUT THE AUTHOR

...view details