লন্ডন, 14 মে : বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ড পেসার স্ট্রুয়ার্ট ব্রড ৷ প্রশ্ন তুললেন, কেমন করে পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজ় দুই ম্যাচের ভারত বাংলাদেশ ম্য়াচের সমান হল ?
জুন মাসের 18 তারিখে সাউদাম্পটনের অ্যাজেস বোলে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ আইসিসি ঘোষণা করেছিল প্রত্যেক সিরিজ়ের জন্য একই সংখ্যক পয়েন্ট নির্ধারণ করা হবে ৷ যাতে করে যে দেশগুলি কম টেস্ট খেলবে, তাঁরা সমস্যায় পড়বে না ৷
ব্রড বলেন, ‘‘ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সত্যিই ভাল উদ্যোগ ৷ তবে আমি নিশ্চিত নই এটি সঠিক কিনা ৷ এটা প্রথম বার হচ্ছে ৷ তবে আমি বুঝতে পারছি না কেমন করে পাঁচ ম্য়াচের অ্যাসেজ সিরিজ় দুই ম্যাচের ভারত বাংলাদেশ সিরিজ়ের সমতুল্য হচ্ছে ৷’’