পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Brian Lara: ভারতের দুই তরুণ প্রতিভায় মুগ্ধ ক্যারিবিয়ান প্রিন্স - BCCI

Brian Lara Chats With Shubman Gill and Ishan Kishan: দুই তরুণ ভারতীয় ক্রিকেটার শুভমন গিল এবং ঈশান কিষাণের সঙ্গে আড্ডা দিলেন ব্রায়ান লারা ৷ বিসিসিআই টিভি-তে কিংবদন্তির সঙ্গে সেই আড্ডায় নিজেদের অনুভূতি ভাগ করে নিলেন শুভমন এবং ঈশান ৷

Image Courtesy: BCCI Twitter ETV BHARAT
Image Courtesy: BCCI Twitter

By

Published : Aug 2, 2023, 9:04 PM IST

Updated : Aug 2, 2023, 11:02 PM IST

ত্রিনিদাদ, 2 অগস্ট: চলিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফল ভারতের তরুণ ওপেনিং জুটি শুভমন গিল এবং ঈশান কিষাণ ৷ ত্রিনিদাদে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির স্টেডিয়ামে শেষ ওয়ান ডে-তে 143 রানের পার্টনারশিপ করেছেন তাঁরা ৷ ম্যাচ শেষে দুই তরুণের সঙ্গে কথা বললেন, কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা ৷ প্রশংসায় ভরিয়ে দিলেন দুই ভারতীয় প্রতিভাকে ৷ জানালেন, ভারত তাঁর দ্বিতীয় ঘর ৷ আর সেখান থেকে এমন দুই প্রতিভাকে উঠে আসতে দেখে ভালো লাগছে তাঁর ৷ আর ক্রিকেট লেজেন্ডকে সামনে পেয়ে আপ্লুত শুভমন এবং ঈশানও ৷

বিসিসিআই টিভি-তে লারার সঙ্গে সাক্ষাৎ নিয়ে শুভমনের প্রতিক্রিয়া, ‘‘ক্রিকেটের এমন একজন কিংবদন্তির সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয় ৷ উনি ক্রিকেটার হিসেবে বিশ্বের তাবড় বোলারদের উপর রাজত্ব করেছেন ৷’’ আর উইকেট-কিপার ব্যাটার ঈশান কিষাণের কাছে ব্রায়ান লারার সাক্ষাৎ আরও বেশি উত্তেজনার ছিল ৷ কারণ, সাম্প্রতিক অতীতে ইনস্টাগ্রামে ঈশান কিষাণকে একটি মেসেজ করেছিলেন লারা ৷ আর তার পরে এই সাক্ষাৎকার ঈশানের কাছে অনেক বড় পাওনা ৷

ঈশান কিষাণ বলেন, ‘‘আমি ভাবতে পারিনি কোনও দিন যে, ব্রায়ান লারা যিনি এই ক্রিকেটের অন্যতম সেরা একজন মাস্টার ৷ তার সামনে দাঁড়াতে পারব ৷ উনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন ৷ সেটাও আমার কাছে অবিশ্বাস্য ছিল ৷ ধন্যবাদ স্যর সেই মেসেজের জন্য ৷’’

আরও পড়ুন:200 রানে ক্যারিবিয়ানদের হারিয়ে একদিনের সিরিজ পকেটে পুড়ল ভারত

আর দুই তরুণ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে লারার কী মত ? প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক বলেন, ‘‘ঈশান কিষাণ এবং শুভমন গিল, ভারত থেকে এমন দুই প্রতিভাকে উঠে আসতে দেখে খুব ভালো লাগছে ৷ যা ক্রিকেটের জন্য খুব ভালো ৷ তাঁরা আমার নামে তৈরি এই ক্রিকেট অ্যাকাডেমির মাঠে আন্তর্জাতিক স্তরে পারফর্ম করলেন ৷ সেটা দেখে আরও ভালো লাগল ৷ আর ভারত আমার কাছে দ্বিতীয় ঘর ৷’’

উল্লেখ্য, তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি ছিল সিরিজ নির্ণায়ক ৷ সেখানে শুভমন-ঈশানের 143 রানের পার্টনারশিপে ভর করে ভারত 351 রান তোলে নির্ধারিত 50 ওভারে ৷ যে রান তাড়া করতে নেমে মাত্র 151 রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ 92 বলে 85 রান করে ম্যাচের সেরা হয়েছেন শুভমন গিল ৷ শেষ ম্যাচে 77-সহ সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি করেন ঈশান কিষাণ ৷ তিনি সিরিজের সেরা হয়েছেন ৷

Last Updated : Aug 2, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details