নয়াদিল্লি, 4 জুন : সামনেই টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হওয়ার হাতছানি ৷ সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বিশেষজ্ঞরা ব্যস্ত হিসেব নিকেশে ৷ বিরাট না উইলিয়ামসন, কার মাথায় উঠবে সেরার শিরোপা? জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের ৷ কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও পেস বোলার ব্রেট লি মনে করেন ভারতের থেকে কিছুটা হলেও পাল্লা ভারী নিউজ়িল্যান্ডের ৷
প্রাক্তন অজ়ি পেসার মনে করেন ইংল্যান্ডের আবহওয়ায় কিউয়িদের মানিয়ে নিতে সমস্যা হবে না ৷ কারণ ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের আবহওয়া কিছুটা একইরকম ৷ তাছাড়া ইংল্যান্ডের 22 গজের সুইং বোল্ট, সাউদিদের বেশি সাহায্য করবে ৷