নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: দিল্লি টেস্টের তৃতীয় দিনে জাদেজা-অশ্বিনের স্পিনের জালে আটকে গেল অজিরা ৷ ক্যাঙ্গারুদের দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা ৷ 113 রানে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (India vs Australia) ৷ ভারতের সামনে 115 রানের টার্গেট দ্বিতীয় টেস্ট জেতার জন্য ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ভারত 4 ওভারের খেলায় কেএল রাহুলের উইকেট হারিয়ে 14 রান তুলেছে ৷ রোহিত এবং পূজারা ক্রিজে রয়েছেন ৷ ভারতের জেতার জন্য এখনও 101 রান দরকার ৷ দ্বিতীয় টেস্ট ম্যাচে দুই ইনিংস মিলিয়ে রবীন্দ্র জাদেজা 10 উইকেট নিয়েছেন ৷
গতকালের স্কোরের সঙ্গে মাত্র 4 রান যোগ করেই ফিরে যান ট্রাভিস হেড (43) ৷ এরপর অস্ট্রেলিয়ানদের ইনিংসে ধস নামে ৷ একে একে স্টিভ স্মিথ (9), ম্যাট রেনশ (2) অশ্বিনের শিকার হন ৷ অন্যদিকে, গতকাল উসমান খোয়াজার (6) উইকেট নেওয়ার পর এদিন সকালে মার্নস লাবুশেন (35), পিটার হ্যান্ডসকম্ব (0), অ্যালেক্স কেরি (7) এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স (0)-এর উইকেট নেন জাদেজা ৷ প্রথম ইনিংসে ভারতের 139 রানে 7 উইকেট ফেলে দিলেও অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের 114 রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে ৷ 262 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস ৷ অস্ট্রেলিয়া মাত্র 1 রানের লিড পায় দ্বিতীয় ইনিংসে ৷