পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইডেন গার্ডেন্সে সিএবি কর্মীর পুত্রের দেহ উদ্ধার! আত্মহত্যা বলে অনুমান পুলিশের - Eden Gardens

Eden Gardens: কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এটা আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যাঁর দেহ উদ্ধার হয়েছে তিনি ইডেনের এক মালির পুত্র ৷

ইডেন গার্ডেন্সে সিএবি কর্মীর পুত্রের দেহ উদ্ধার
Eden Gardens

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 10:06 AM IST

Updated : Dec 18, 2023, 1:16 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর:ইডেন গার্ডেন্সে থেকে এক সিএবি কর্মীর পুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ সোমবার সকাল 7.30 নাগাদ যখন এই ঘটনা ঘটে তখন কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম টাউন ক্লাবের ম্যাচ চলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ মৃতের নাম ধনঞ্জয় বারিক ৷ ওড়িশা ভদ্রকের বাসিন্দা ৷ বাবা গণেশ চন্দ্র বারিক ও কাকার সঙ্গে এ রাজ্যে এসেছিলেন ৷ তাঁর বাবা ইডেনে মালির কাজ করতেন ৷ ইডেনে মালির কাজের সন্ধানেই ধনঞ্জয়ের কলকাতায় আসা ৷

জানা গিয়েছে, দিন পনেরো আগে তিনি এসেছিলেন ৷ তাঁর বয়স অনুমান করা হচ্ছে 23 বছর ৷ এদিন ইডেনের 14 15 গেটের মাঝখানে কে ব্লকের আপার টায়ারে দেহ ঝুলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে। উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই মাঠের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। তদন্তকারীদের অনুমান, কাজ না-পাওয়ায় মানসিক অবসাদের কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ধনঞ্জয় ৷ দেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।

এবিষয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি না-হলেও সংস্থার যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, "খবরটা দুঃখজনক এবং আকস্মিক। ইডেনে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করা যায় না। ছেলেটি গত কয়েকদিন ধরে এখানে ছিল। যেমন এখানের মালিরা থাকেন। তাদের সঙ্গে পরিবারও থাকে। ওড়িশা থেকে এসেছে কাজের সন্ধানে। সে যে এমন ঘটনা ঘটাবে তা বুঝব কী করে। পুলিশ তদন্ত শুরু করেছে।" উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই মাঠের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।

ওই সময় ইডেনে টাউন ক্লাবের কর্তা এবং সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস উপস্থিত ছিলেন। তিনি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। জানা গিয়েছে, মৃত ব্যক্তি ইডেনে মালিরা যেখানে থাকতেন সেখানেই থাকতেন। ইতিমধ্যেই ময়দান থানা একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে । যদিও এই ঘটনা নেপথ্যে সঠিক কারণ কী তা খুঁজে বার করার চেষ্টা চলছে। যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে তার চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জানা গিয়েছে, দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে গলায় একটি ফাঁসের দাগ রয়েছে।

আরও পড়ুন:

  1. ইডেন বেল বাজিয়ে সেমিফাইনালে অজি-প্রোটিয়া দ্বৈরথ শুরু করলেন পন্টিং
  2. কোহলির জন্মদিনে অনুষ্ঠান, নিরাপত্তায় বদল; বিশ্বকাপের জন্য প্রস্তুত বদলে যাওয়া ইডেন
  3. লেজার শোয়ে মায়াবী ইডেন গার্ডেন্স, ডিজের তালে নাচ বিরাট-ঈশানের
Last Updated : Dec 18, 2023, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details