নয়াদিল্লি, 15 ডিসেম্বর: সাত নম্বর জার্সি পরে খেলতেন মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতের কিংবদন্তি এই অধিনায়ককে সম্মান জানাতে ওই সাত নম্বর জার্সি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ শুক্রবার বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এর অর্থ আগামিদিনে ভারতের কোনও ক্রিকেটারই এই নম্বরের জার্সি পরে খেলতে পারবেন না ৷
এই নিয়ে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, "বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত এমএস ধোনির জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের কথা মাথায় রেখে তাঁকে সম্মান জানাতে নেওয়া হয়েছে । 7 নম্বর জার্সি ছিল এমএস ধোনির একটি পরিচয় এবং সেই ব্র্যান্ডকে ম্লান হওয়া থেকে বাঁচাতে বিসিসিআইয়ের এই পদক্ষেপ প্রশংসার যোগ্য ।"
উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন আবার সফল হয় ৷ 2007 সালে প্রথম টি20 বিশ্বকাপে ভারত জয়ী হয় ধোনির নেতৃত্বে ৷ চার বছর পর একদিনের ক্রিকেটেও (50 ওভার) বিশ্বজয়ী হয় ভারত৷ কপিল দেবের পর তিনিই একমাত্র অধিনায়ক যিনি একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ৷ 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলে অধিনায়ক ছিলেন এই উইকেট কিপার ব্যাটারই ৷ সাদা বলের ক্রিকেটের তিনটি গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি (টি20 বিশ্বকাপ, একদিনের ক্রিকেট বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ী একমাত্র ভারতীয় অধিনায়ক ধোনিই ৷