কলকাতা, 23 অক্টোবর: মহানবমীর দিনে ভারতীয় ক্রিকেটের নক্ষত্রপতন ৷ পরলোকে প্রাক্তন ভারত অধিনায়ক বিষাণ সিং বেদী ৷ সাতাত্তর বছর বয়সে ভারতীয় স্পিনের স্বর্ণযুগের 'সেরা রত্ন' চলে গেলেন ৷ ভারতীয় দলের অধিনায়ক, কোচ ও জাতীয় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ৷ ক্রিকেট খেলতে হলে ফিটনেসের কী গুরুত্ব ? তা বুঝেছিলেন তিনি ৷ কিংবদন্তির প্রয়াণে শোকাহত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণলাল ৷ তাঁর প্রথম রঞ্জি অধিনায়ক ছিলেন বিষাণ সিং বেদী ৷
ইটিভি ভারতকে দেওয়া প্রতিক্রিয়ায় অরুণলাল বলেন, “বিষাণ সিং বেদির মৃত্যু খুবই দুঃখজনক ৷ ক্রিকেটে যা কিছু শিখেছি আমি, ওনার কাছ থেকে শিখেছি ৷ আমার রঞ্জি ট্রফিতে অভিষেকের সময় অধিনায়ক ছিলেন উনি ৷ ওনার সাফল্য, কীর্তির কথা সকলেই জানেন ৷ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ কিন্তু, অনেকেই জানে না, ওনার মত সৎ, সময়ের থেকে এগিয়ে থাকা ক্রিকেট ব্যক্তিত্ব খুব কম ছিল ৷ আমি ওনার মত মানুষ দেখিনি ৷ ওই সময় নতুন প্রজন্মের কাছে উনি ছিলেন আদর্শ ৷ ওনাকে দেখে সকলে অনুপ্রাণিত হত ৷ ওনার মৃত্যু তাই খুবই দুঃখের ৷”
নিয়মিত ফোনে যোগাযোগ ছিল দু’জনের ৷ কথা হয়েছিল আগামী মাসে দেখা করার ৷ লালজি বলেন, “আমি জানতাম ওনার শরীর ভালো নেই ৷ জীবন শেষের পথে ৷ ওনার অনেক শারীরিক সমস্যা ছিল ৷ একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ তবে, শান্তিতে শেষ নিদ্রায় গিয়েছেন ৷ তাই ঈশ্বরকে ধন্যবাদ দেব ৷’’