পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: এই বিশ্বকাপে বিরাটের সেরাটা আসা এখনও বাকি, মত পন্টিংয়ের

Ricky Ponting on Virat Kohli's CWC Performance: ক্রিকেট বিশ্ব এখনও বিরাট কোহলির সেরা ইনিংসটা দেখেনি এই বিশ্বকাপে ৷ এমনটাই মনে করেন দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ৷ আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি ৷

Image Courtesy: ICC X
Image Courtesy: ICC X

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 1:56 PM IST

কলকাতা, 6 নভেম্বর: কোহলিময় হয়েছিল রবিবাসরীয় ইডেন গার্ডেন্স তথা পুরো কলকাতা শহর ৷ কারণ, 5 নভেম্বর জন্মদিনে নিজের আইডল এবং অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরের 49তম ওয়ান-ডে সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি ৷ কিন্তু, এই বিশ্বকাপে বিরাট কোহলির সেরা ইনিংসটা ক্রিকেট বিশ্ব এখনও দেখেনি বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৷ আইসিসি ইনসাইডারে দেওয়া সাক্ষাৎকার দু’বারের বিশ্বকাপ জয়ী অজি অধিনায়কের মতে, এই বিশ্বকাপে বিরাট কোহলির সেরা ইনিংসটা আসা এখনও বাকি রয়েছে ৷

পন্টিং বলেন, ‘‘কলকাতা ম্যাচের আগে কোহলির কাঁধে হনুমান চেপে বসার মতো একটা চাপ ছিল ৷ আমার মনে হয় সচিনের সমান আসনে আসার জন্য ও বাড়তি পরিশ্রম করেছে ৷ সেটা হয়ে গিয়েছে ৷ আর এটা টুর্নামেন্টের খুব ভালো সময়ে ওর সঙ্গে ঘটেছে ৷ আর একটা ম্যাচ আছে ৷ তার পর ওরা সেমিফাইনাল খেলতে নামবে ৷ এটা বিরাট এবং ভারতের জন্য খুব ভালো একটা দিন ছিল ৷’’

আরও পড়ুন:'কখনও সচিন হতে পারব না', ছেলেবেলার হিরোর সর্বকালীন নজির ছুঁয়েও মাটিতে পা বিরাটের

তবে, বিরাট কোহলি যে ওয়ান-ডে ক্রিকেটের সেরা ব্যাটার, তা মানতে কোনও দ্বিধা নেই পন্টিংয়ের ৷ তাঁর কথায়, বিরাট সচিনের 49 সেঞ্চুরির রেকর্ড স্পর্শ না করলেও, পন্টিংয়ের কাছে ওয়ান-ডে ক্রিকেটের সেরা ব্যাটার হিসেবে থাকবেন কোহলি ৷ এর অন্যতম কারণ, বিরাটের ব্যাটিং গড় এবং বিরাটের সেঞ্চুরিতে ভারতের জয়ের পরিসংখ্যান ৷ সেই সঙ্গে মাত্র 177 ইনিংসে এই কীর্তি স্থাপন করেছেন বিরাট কোহলি ৷ যেখানে সচিন 452 ইনিংস খেলেছিলেন ৷ এই পরিসংখ্যান অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন পান্টার ৷

আরও পড়ুন:জন্মদিন স্পেশাল করেছে ইডেনের দর্শক, ম্যাচ জিতে বললেন কোহলি

চলতি ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলি আট ম্যাচ দু’টি সেঞ্চুরি, 4টে হাফ-সেঞ্চুরি করেছেন ৷ আর তাঁর মোট রান 543 ৷ তাঁর আগে কেবল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক রয়েছেন 550 রান করে ৷ পন্টিংয়ের কথা সত্যি হলে, খুব দ্রুত বিরাট এই বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক হবেন ৷ আর তা আগামী 12 নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বেঙ্গালুরুতে হওয়ার সম্ভাবনা প্রবল ৷

ABOUT THE AUTHOR

...view details