লাহোলি, 20 অক্টোবর: আকাশ দীপের দুরন্ত বোলিংয়ে হরিয়ানাকে ইনিংস ও 50 রানে হারাল বাংলা (Bengal Win by Innings and 50 Runs Against Haryana) ৷ সেই সঙ্গে 6 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেললেন মনোজ তিওয়ারিরা ৷ আজ দিনের শুরুতেই হরিয়ানার বাকি 3 উইকেট তুলে নেন আকাশ দীপ এবং মুকেশ কুমার ৷ 206 রানে দ্বিতীয় ইনিংসে হরিয়ানাকে অল আউট করে ম্যাচ নিজেদের নামে করে বাংলা ৷ দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আকাশ দীপ ৷
দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 256 রানে এগিয়ে ছিল বাংলা ৷ বোনাস এক পয়েন্ট ঘরে তোলার আশায় তৃতীয় দিন সকালে হরিয়ানাকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় বাংলার টিম ম্যানেজমেন্ট ৷ সেই সিদ্ধান্তকে একেবার সঠিক প্রমাণিত করেন মুকেশ কুমার, আকাশ দীপ এবং ঈশান পোড়েলরা ৷ তিন মিডিয়াম পেসারের দাপটে তৃতীয় দিনের শেষে হরিয়ানার স্কোর দাঁড়ায় 7 উইকেটে 177 রান ৷ তবে, শুরুতে কাজটা যথেষ্ঠ কঠিন করে তুলেছিলেন হরিয়ানার দুই ওপেনার ৷
চৈতন্য বিষ্ণই (55) এবং যুবরাজ সিং (78)-এর 129 রানের প্রথম উইকেটের পার্টনারশিপে বাংলার 6 পয়েন্ট ঘরে তোলা নিয়ে সংশয় তৈরি হয় ৷ কিন্তু, ঈশান পোড়েলের বলে চৈতন্য বিষ্ণই ফিরতেই ধস নামে হরিয়ানার ইনিংসে ৷ মাত্র 48 রানের মধ্যে পরের 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হরিয়ানা ৷ সেখানে 78 রান করা যুবরাজ সিংয়ের উইকেটও ছিল ৷ যার মধ্যে 3 উইকেট নেন আকাশ দীপ ৷ আজ সকালে জয়ের জন্য বাকি 3 উইকেট তুলতে খুব একটা সমস্যা হয়নি বাংলার ৷ 29 রান দিয়ে বাকি 3 উইকেট তুলে নেন ৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আকাশ দীপ 5 উইকেট নিয়েছেন ৷