কলকাতা, 13 ডিসেম্বর: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) প্রথম ম্যাচের প্রথমদিনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বেকায়দায় বাংলা দল ৷ প্রথমে ব্যাট করে 198 রানে অল-আউট হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ ৷ কিন্তু, নিজেদের প্রথম ইনিংসে বাংলা দল 4 উইকেট হারিয়ে মাত্র 29 রান তুলেছে (Bengal vs Uttar Pradesh Ranji Trophy Match Day One) ৷ তবে, খারাপ পরিস্থিতিতে থাকলেও, খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখিয়ে সোজাসুজি ম্যাচ জেতার কথা বলছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ তিনি বলেন, “বেকায়দায় পড়লেও আগামী তিন দিনে ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ৷ সরাসরি জয়ের সুযোগ রয়েছে দলের কাছে ৷ শুধু নিজেদের প্রয়োগ করাটা জরুরি ৷ দলের ছেলেরা প্রত্যেকেই পেশাদার ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের উজার করে দিতে হবে ৷ আমি আশাবাদী ৷ ইতিবাচক মানসিকতায় আগামী তিনদিন দল খেলবে ৷”
ইডেনে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও দিনের শেষে ব্যাকফুটে ৷ টস জিতে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশের শুরুটা ভালো করতে পারেনি ৷ বিপর্যস্ত অবস্থা সামলে করণ শর্মার দল দিনের শেষে 198 রানে শেষ হয়ে যায় ৷ ইডনের সবুজ উইকেট কাজে লাগিয়ে বাংলার বোলাররা প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালায় প্রথমদিনে ৷ চোট ও অসুস্থতা সারিয়ে ফের স্বমহিমায় ফিরেছেন ঈশান পোড়েল ৷ উত্তরপ্রদেশের বিরুদ্ধে 35 রানে 5 উইকেট নিয়ে দিনের শেষে বাংলার বোলিং বিভাগের সেরা পারফর্মার তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন, দীর্ঘদিন পরে বাংলার জার্সিতে ফেরা প্রীতম চক্রবর্তী ৷ 63 রানে 3 উইকেট নিয়ে প্রীতম ৷