পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: রঞ্জির প্রথম ম্যাচে ঈশানের 5 উইকেট, ব্যাটিং ব্যর্থতায় চাপে বাংলা - Ishan Porel

রঞ্জি ট্রফির প্রথমদিনে ভালো শুরু করেও বেকায়দায় বাংলা (Bengal vs Uttar Pradesh Ranji Trophy Match Day One) ৷ ঈশান পোড়েলের 5 উইকেটের দৌলতে 198 রানে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের ইনিংস ৷ কিন্তু, এর পরেও বাংলা দল 4 উইকেট হারিয়ে মাত্র 29 রান তুলেছে স্কোর বোর্ডে ৷

bengal-vs-uttar-pradesh-ranji-trophy-match-day-one
Bengal vs Uttar Pradesh Ranji Trophy Match Day One

By

Published : Dec 13, 2022, 9:18 PM IST

রঞ্জির প্রথম ম্যাচে ঈশানের 5 উইকেট

কলকাতা, 13 ডিসেম্বর: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) প্রথম ম্যাচের প্রথমদিনে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বেকায়দায় বাংলা দল ৷ প্রথমে ব্যাট করে 198 রানে অল-আউট হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ ৷ কিন্তু, নিজেদের প্রথম ইনিংসে বাংলা দল 4 উইকেট হারিয়ে মাত্র 29 রান তুলেছে (Bengal vs Uttar Pradesh Ranji Trophy Match Day One) ৷ তবে, খারাপ পরিস্থিতিতে থাকলেও, খেলোয়াড়দের পেশাদারিত্ব দেখিয়ে সোজাসুজি ম্যাচ জেতার কথা বলছেন কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ তিনি বলেন, “বেকায়দায় পড়লেও আগামী তিন দিনে ম্যাচে ফেরার সুযোগ রয়েছে ৷ সরাসরি জয়ের সুযোগ রয়েছে দলের কাছে ৷ শুধু নিজেদের প্রয়োগ করাটা জরুরি ৷ দলের ছেলেরা প্রত্যেকেই পেশাদার ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের উজার করে দিতে হবে ৷ আমি আশাবাদী ৷ ইতিবাচক মানসিকতায় আগামী তিনদিন দল খেলবে ৷”

ইডেনে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও দিনের শেষে ব্যাকফুটে ৷ টস জিতে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশের শুরুটা ভালো করতে পারেনি ৷ বিপর্যস্ত অবস্থা সামলে করণ শর্মার দল দিনের শেষে 198 রানে শেষ হয়ে যায় ৷ ইডনের সবুজ উইকেট কাজে লাগিয়ে বাংলার বোলাররা প্রতিপক্ষের ওপর কার্যত স্টিম রোলার চালায় প্রথমদিনে ৷ চোট ও অসুস্থতা সারিয়ে ফের স্বমহিমায় ফিরেছেন ঈশান পোড়েল ৷ উত্তরপ্রদেশের বিরুদ্ধে 35 রানে 5 উইকেট নিয়ে দিনের শেষে বাংলার বোলিং বিভাগের সেরা পারফর্মার তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন, দীর্ঘদিন পরে বাংলার জার্সিতে ফেরা প্রীতম চক্রবর্তী ৷ 63 রানে 3 উইকেট নিয়ে প্রীতম ৷

নীতিশ রানা 78 রান করে রুখে না দাড়ালে, উত্তরপ্রদেশ দেড়শোর গণ্ডি পেরত না ৷ তবে, প্রতিপক্ষকে অন্তত 30 রান আগে থামিয়ে দিতে না পারার আক্ষেপ লক্ষ্মীরতন শুক্লার গলায় ৷ অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, সাড়ে তিনশো রান স্কোরবোর্ডে তুলতে পারলেই এই উইকেটে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলা সহজ হবে ৷ কিন্তু দু’শো রানের নিচে প্রতিপক্ষকে বেঁধে ফেলেও বাংলা প্রথম দিনের শেষে অস্বস্তিকর জায়গায় ৷ স্কোরবোর্ডে 29 রান তুলতে চারটে উইকেট হারিয়ে ফেলেছে ৷

আরও পড়ুন:স্কালোনির হাতে মেসি থাকলে দালিচের তুণে মদ্রিচ, সেমিতে দুই এলএম টেনের দ্বৈরথের প্রতীক্ষায় বিশ্ব

অভিষেক দাস, কৌশিক দাস, অনুষ্টুপ মজুমদার, সুদীপ ঘরামি দ্রুত ফিরে গিয়েছেন ৷ এখন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদের ব্যাটে বাংলার ইনিংসের ভবিষ্যত দাঁড়িয়ে রয়েছে ৷ একটা সময় 3 রানে তিন উইকেট হারিয়ে বাংলা দল খোলসে ঢুকে পড়েছিল ৷ প্রীতম চক্রবর্তী এবং সায়নশেখর মণ্ডল জোড়া নাইট ওয়াচম্যান নামিয়ে পরিস্থিতি সামাল দেয় বাংলা ৷ পরবর্তী তিনদিনে কীভাবে অবস্থা সামাল দেবে মনোজ তিওয়ারির বাংলা, সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details