কলকাতা, 18 ফেব্রুয়ারি: অধিনায়কের মিরাকেলের আশায় বসে থাকা নয় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থতি থেকে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা বাংলার বোলারদের (Bengal vs Saurashtra in Ranji Trophy)। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চিরাগ জানি ও অর্পিত ভাষাওয়াদা। বোলিং শুরু করেন মুকেশ কুমার। শুরুর পাঁচ বলের মধ্যে অপরাজিত ব্যাটার অর্পিত ভাষাওয়াদাকে 81 রানেই ফিরিয়ে দেওয়ার পর চিরাগ জানিকেও 60 রানে ফিরিয়ে দেন মুকেশ কুমার। জয়দেব উনাদকাট প্যাভিলিয়নে ফিরেছেন 4 রানে। প্রেরক মানকাড 33 রানে ফিরে গিয়েছেন ৷ শেষে ছিলেন, ধর্মেন্দ্রসিং জাদেজা ও পার্থ ভুত ৷ ইশান পোড়েলের বলে সাজঘরে ফেরেন ধর্মেন্দ্রসিং জাদেজা। পার্থ অপরাজিত থাকেন ৷
404 রানে শেষ করল সৌরাষ্ট্র ৷ বাংলা পিছিয়ে 230 রানে ৷ 3টি করে উইকেট নেন ইশান পোড়েল ও আকাশ দীপ ৷ মুকেশ কুমার নেন 4টি উইকেট । প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেয় সৌরাষ্ট্র। বাংলা দু'টো ক্যাচ যদি মিস না-করত তাহলে 200 রানের মধ্যে পিছিয়ে থাকত বাংলা ৷ ইডেনের বাইশ গজ প্রথম দিনের তুলনায় সহজ হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ফিরে আসার ঘটনা ক্রিকেটে নতুন নয়। চলতি মরশুমেই বাংলার কামব্যাক একাধিক ম্যাচে হয়েছে। 317তে পাঁচ উইকেট নিয়ে শুরু করে 359-এ 9 উইকেট চলে গিয়েছে।