পশ্চিমবঙ্গ

west bengal

Ranji Trophy Final: মুকেশের দাপটে 404-এ থামল সৌরাষ্ট্র, 230 রানে পিছিয়ে বাংলা

By

Published : Feb 18, 2023, 11:31 AM IST

রঞ্জি ট্রফির তৃতীয় দিনে খেলতে নেমেছে বাংলা (Ranji Trophy Final 2022-23)। টস হেরে প্রথম দিন শুরুতে ব্যাটিং করে মনোজরা ৷ ম্যাচের প্রথম দু'দিনেই ব্যাকফুটে ছিল বাংলা। তা সত্ত্বেও হাল ছাড়তে নারাজ মুকেশরা ৷ কোচ লক্ষ্মীরতন ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী। তৃতীয় দিনে মুকেশ কুমাররা নেমে পরপর উইকেট নিয়ে 404 রানে শেষ করল সৌরাষ্ট্র ৷ বাংলা পিছিয়ে 230 রানে ৷

Ranji Trophy Final
মুকেশের দাপটে 404 এ থামল সৌরাষ্ট্র

কলকাতা, 18 ফেব্রুয়ারি: অধিনায়কের মিরাকেলের আশায় বসে থাকা নয় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থতি থেকে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা বাংলার বোলারদের (Bengal vs Saurashtra in Ranji Trophy)। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চিরাগ জানি ও অর্পিত ভাষাওয়াদা। বোলিং শুরু করেন মুকেশ কুমার। শুরুর পাঁচ বলের মধ্যে অপরাজিত ব্যাটার অর্পিত ভাষাওয়াদাকে 81 রানেই ফিরিয়ে দেওয়ার পর চিরাগ জানিকেও 60 রানে ফিরিয়ে দেন মুকেশ কুমার। জয়দেব উনাদকাট প্যাভিলিয়নে ফিরেছেন 4 রানে। প্রেরক মানকাড 33 রানে ফিরে গিয়েছেন ৷ শেষে ছিলেন, ধর্মেন্দ্রসিং জাদেজা ও পার্থ ভুত ৷ ইশান পোড়েলের বলে সাজঘরে ফেরেন ধর্মেন্দ্রসিং জাদেজা। পার্থ অপরাজিত থাকেন ৷

404 রানে শেষ করল সৌরাষ্ট্র ৷ বাংলা পিছিয়ে 230 রানে ৷ 3টি করে উইকেট নেন ইশান পোড়েল ও আকাশ দীপ ৷ মুকেশ কুমার নেন 4টি উইকেট । প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেয় সৌরাষ্ট্র। বাংলা দু'টো ক্যাচ যদি মিস না-করত তাহলে 200 রানের মধ্যে পিছিয়ে থাকত বাংলা ৷ ইডেনের বাইশ গজ প্রথম দিনের তুলনায় সহজ হচ্ছে। দ্বিতীয় ইনিংসে ফিরে আসার ঘটনা ক্রিকেটে নতুন নয়। চলতি মরশুমেই বাংলার কামব্যাক একাধিক ম্যাচে হয়েছে। 317তে পাঁচ উইকেট নিয়ে শুরু করে 359-এ 9 উইকেট চলে গিয়েছে।

আরও পড়ুন:ক্রমেই ক্ষীণ হচ্ছে বাংলার জয়ের আশা, ইডেনের রাশ সৌরাষ্ট্রের হাতে

সেক্ষেত্রে ইডেনের অপেক্ষাকৃত সহজ পিচে জয়দেব উনাদকাট, চেতন শাকারিয়া, চিরাগ জানিদের পালটা দেওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয় দিনের শেষে বাংলার কোচ লক্ষীরতন শুক্লা জানান, হেডলাইন ঠিক করে ফেলার সময় আসেনি। এখনও আশা রয়েছে। বোলারদের খারাপ বোলিং পারফরম্যান্সের কথা বলেছেন মনোজ। অধিনায়কের খোঁচায় জেগে ওঠার ইঙ্গিত মুকেশ, আকাশ দীপদের পারফরম্যান্সে। সুতরাং, বাংলাকে চ্যাম্পিয়ন হতে হলে ম্যাচে সরাসরি জয় তুলে নেওয়া ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই মনোজ তিওয়ারিদের সামনে। সেক্ষেত্রে প্রথম ইনিংসের খামতি মিটিয়ে দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস গড়তে হবে বাংলাকে। এখন খাদের কিনারা থেকে বাংলা ঘুরে দাঁড়ায় কি না তা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই ।

ABOUT THE AUTHOR

...view details