কলকাতা, 16 ফেব্রুয়ারি:রঞ্জি ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের মুখে বাংলা ৷ ঘরের মাঠে এদিন টস হেরে বাংলাকে ব্যাট করতে পাঠান সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ৷ বিপর্যয় সামলে সপ্তম উইকেট জুটিতে দলকে লড়াইয়ে ফেরান শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েল ৷ অর্ধশতরান করে শাহবাজ (69) আউট হওয়ার সঙ্গে সঙ্গেই চা-বিরতিতে যায় দু'দল ৷ 166 রানে ইতিমধ্য়েই 7 উইকেট হারিয়েছে বাংলা। যদিও টপ-অর্ডারের কোনও ব্যাটারই এদিন সুবিধে করতে পারেননি সৌরাষ্ট্র। অভিমুন্য, সুমন্ত, সুদীপ, মনোজ, অনুষ্টুপ ও আকাশ সাজঘরে ফিরে গিয়েছেন ৷ 33 বছর পরে ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল খেলা হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই মনোজ তিওয়ারির দলকে ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে ৷ আশা জাগিয়ে মধ্যাহ্নভোজের পরে ভালো খেলছেন শাহবাজ ৷ সঙ্গে রয়েছেন অভিষেক ৷ চার মেরে অর্ধশতরান করলেন শাহবাজ। তাঁর ব্যাটেই লড়াই জারি বাংলার (Ranji Trophy Final 2022-2023)৷
বাংলা দলে প্রথম একাদশে সুমন্ত গুপ্তকে নেওয়া হয়েছে ৷ রঞ্জিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন সুমন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেছিলেন তিনি। সকালেই তাঁর হাতে বাংলার টুুপি তুলে দেওয়া হয় ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন! তিনি অভিমুন্য ঈশ্বরনের সঙ্গে দলের ইনিংস শুরু করতেই, প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন অভিমুন্য ৷ উনাদকাটের প্রথম ওভারেই আউট হয়েছেন তিনি। এরপরে চেতন সাকারিয়ার বলে ক্যাচ দিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা সুমন্ত।
পরেই বোল্ড হয়ে হয়ে যান সুদীপ ঘরামি। পাশাপাশি ক্রিসে থাকা ক্যাপ্টেন মনোজকে ফেরানো হয়েছে প্যাভিলিয়নে ৷ দলের 34 রানের মাথায় আউট হন অনুষ্টুপ মজুমদার । এরপরে সাজঘরে গিয়েছেন আকাশ ঘটক ৷ ইডেনের কঠিন পিচে যখন ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে, সেই সময় 48টি বল খেলে আউট হলেন তিনি ৷ প্রতিপক্ষ দল সৌরাষ্ট্রের হয়ে উইকেট তুলে নিয়েছেন চেতন সাকারিয়া (3), জয়দেব উনাদকাট (2), চিরাগ জানি (1) ৷ এখন ক্রিসে রয়েছেন অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ ৷ শাহবাজ এবং অভিষেক বাংলার দুই বাঁহাতি ব্যাটার লড়ছেন ইডেনের সবুজ পিচে। ইতিমধ্যেই অর্ধশতরান করলেন শাহবাজ ৷
আরও পড়ুন:পূজারাকে শ্রদ্ধা জানাতেই রঞ্জি জিততে চাই, ম্যাচের আগে উনাদকাট-উবাচ
- বাংলার প্রথম একাদশে রয়েছেন, অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল। অন্যদিকে,
- সৌরাষ্ট্রের প্রথম একাদশে রয়েছেন, জয়দেব উনাদকাট, হার্ভিক দেশাই , বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, চেতন সাকারিয়া ও পার্থ ভাট।
প্রসঙ্গত, এদিন বেল বাজিয়ে সম্বরণ বন্দ্যোপাধ্যায় খেলার সূচনা করেন ৷ 89-এর রঞ্জি ট্রফির জয়ী দলের সকল সদস্যকে এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেই দলের অধিনায়ক ছিলেন সম্বরণ। তিন বছর আগে রাজকোটে বাংলাকে হারিয়ে রঞ্জি জিতেছিল সৌরাষ্ট্র ৷ অন্যদিকে, গর পাঁচ বছরের মধ্যে দু'বার ফাইনালে উঠেছে বাংলা ৷ এবছর ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ ৷ মনোজ তিওয়ারি জানিয়েছেন, অতীত নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাঁরা জয়ের ধারা বজায় রাখতে চান ৷ অধিনায়কের দাবি এবং প্রত্যাশা তাই অমূলক নয় ৷ তবে ম্যাচের শুরুটা যেভাবে হল তাতে বাংলার সমর্থকরা যে খুশি হতে পারবেন না তা বলাই যায়। ম্যাচের বাকি সময়ে বাংলা কীভাবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন দেখার।