পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: দলে ফিরছেন মুকেশ, সবুজ উইকেটে ঝাড়খণ্ডকে চ্যালেঞ্জ ছুড়তে চায় বাংলা - Bengal to Face Jharkhand in Ranji Trophy

অধরা স্বপ্নপূরণের প্রথম ধাপে বাংলা। চোট ভুলে বড় ক্ষতির শঙ্কা রয়েছে। তাই প্রতিপক্ষকে মেপে নিয়ে ছোট্ট ছোট্ট লক্ষ্য সাজিয়ে পৌঁছনোর কথা বলছে বাংলা। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে তাই কোনও ফাঁক না-রাখার কথা মনোজ তিওয়ারি (Manoj Tiwary), লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) মুখে।

Ranji Trophy 2022 23
অধরা স্বপ্নপূরণের প্রথম ধাপে বাংলা

By

Published : Jan 30, 2023, 5:42 PM IST

কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিতে তাই কোনও ফাঁক না-রাখার কথা মনোজ তিওয়ারির

কলকাতা, 30 জানুয়ারি:অধরা রঞ্জি ট্রফি জয়ের স্বপ্নে দৃঢ়প্রতিজ্ঞ মনোজ তিওয়ারি। ক্রিকেট জীবনের সায়াহ্নে পৌঁছে অধরা ট্রফি জয়ে মরিয়া মন্ত্রীমশাই। শুধু তিনি নন, বর্তমান বাংলা দলের অনেকেই তাঁদের ক্রিকেট জীবনের বেলাশেষে ট্রফি জয়কে পাখির চোখ করেছেন। অনুপ্রাণিত হতে ড্রেসিংরুমে রঞ্জি ট্রফির ছবি লাগিয়েছেন মনোজ। যাতে স্বপ্ন থেকে চোখ সরে না-যায় (Bengal to Face QF Challenge Against Jharkhand) ।

মুকেশ কুমারকে কোয়ার্টার ফাইনালে দলে পাচ্ছে বাংলা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দিচ্ছে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলার জন্য। দলের অন্যতম সেরা পেসারকে পেয়ে বাংলার টিম ম্যানেজমেন্ট খুশি। বিকেলের বিমানে শহরে পা দিচ্ছেন মুকেশ। মঙ্গলবার সকালে অনুশীলন করে ম্যাচে তিনি নামবেন, জানালেন অধিনায়ক মনোজ তিওয়ারি। পাশাপাশি শাহবাজ আহমেদ ফিরে আসায় অলরাউন্ডারের খামতি মিটেছে। চোট সারিয়ে ফিট অনুষ্টুপ মজুমদার এবং আকাশদীপও। গতবছর রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার ন'জন হাফ সেঞ্চুরি করেছিলেন। যা বিশ্বরেকর্ড ৷

মানসিকভাবে সেই কীর্তি তৃপ্তি দিলেও তা আত্মতৃপ্তি হতে দিতে নারাজ বঙ্গ টিম ম্যানেজমেন্ট। তারা বাস্তবে দাঁড়িয়ে ঝাড়খণ্ড ম্যাচের নীল নকশা সাজাতে চাইছে। বিরাট সিংয়ের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড দলে সৌরভ তিওয়ারি, অনুকূল রায়, শাহবাজ নাদিমের মত ক্রিকেটাররা রয়েছেন। ঈশান কিষাণের অনুপস্থিতি ঝাড়খণ্ডের পক্ষে ধাক্কা, তবে বাংলার জন্য স্বস্তি। ওড়িশা ম্যাচের আগে ইডেনের বাইশ গজ নিয়ে অসন্তুষ্ট ছিল বাংলা। মঙ্গলবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার আগে পিচ নিয়ে অভিযোগ নেই। প্রতিপক্ষ যেহেতু স্পিন সহায়ক উইকেটে সড়গড় তাই তাদের সবুজ উইকেটের চ্যালেঞ্জ দিতে চায় বাংলা। পাঁচদিনের ক্রিকেটে যে ধরনের উইকেট প্রয়োজন, তাই পাচ্ছেন মনোজরা। নিজেদের প্রয়োগ করে জয়ের সরণিতে ফেরার কথা বলছেন বাংলার অধিনায়ক এবং কোচ।

দলের ওপেনিং সমস্যা মেটাতে কাজী জুনেইদ সইফিকে দলে নেওয়া হয়েছে। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে তিনিই শুরু করবেন। "অনূর্ধ্ব-25 বাংলা দলের হয়ে নিয়মিত রানের মধ্যে রয়েছেন কাজী। আশা করব আমাদের হয়েও বড় ইনিংস খেলবে। আমরা ছোট ছোট লক্ষ্য সামনে ঠিক করে বড় ইনিংসের লক্ষ্যপূরণ করতে চাই। সেইজন্য প্রতিটি জুটির থেকে অন্তত কুড়ি রানের ইনিংস চাইছি। তারপর দেখা যাক!" ম্যাচ নিয়ে পরিকল্পনা জানালেন মনোজ তিওয়ারি।

সবুজ উইকেটে ঝাড়খণ্ডকে চ্যালেঞ্জ ছুড়তে চায় বাংলা

আরও পড়ুন:কোয়ার্টার ফাইনালের আগে লজ্জার হার বাংলার, প্রাপ্তি ঈশ্বরণের সেঞ্চুরি

2019 সালে প্রথমবার বাংলার সিনিয়র দলের জার্সি পড়ে ম্যাচ খেলেছিলেন। মাঝে অতিমারির জেরে রঞ্জি হয়নি। গতবছর দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ মেলেনি। এবার সুযোগ কাজে লাগানোর চেষ্টায় কসুর করবেন না-বলে জানিয়ে দিলেন কাজী জুনেইদ সইফি। ম্যাচের দিন একাদশ বেছে নেওয়ার কথা বলা হলেও একটি জায়গা নিয়ে ধন্দে বাংলার থিঙ্কট্যাঙ্ক। ঈশান পোড়েল, মুকেশ সিং, আকাশদীপের সঙ্গে বাঁহাতি পেসার নাকি বাড়তি অলরাউন্ডার খেলানো হবে, তা নিয়ে চিন্তায় শিবির। তাই ম্যাচের দিন একাদশ নিয়ে ফাইনাল কল নিতে চাইছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details