কলকাতা, 30 জানুয়ারি:অধরা রঞ্জি ট্রফি জয়ের স্বপ্নে দৃঢ়প্রতিজ্ঞ মনোজ তিওয়ারি। ক্রিকেট জীবনের সায়াহ্নে পৌঁছে অধরা ট্রফি জয়ে মরিয়া মন্ত্রীমশাই। শুধু তিনি নন, বর্তমান বাংলা দলের অনেকেই তাঁদের ক্রিকেট জীবনের বেলাশেষে ট্রফি জয়কে পাখির চোখ করেছেন। অনুপ্রাণিত হতে ড্রেসিংরুমে রঞ্জি ট্রফির ছবি লাগিয়েছেন মনোজ। যাতে স্বপ্ন থেকে চোখ সরে না-যায় (Bengal to Face QF Challenge Against Jharkhand) ।
মুকেশ কুমারকে কোয়ার্টার ফাইনালে দলে পাচ্ছে বাংলা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেড়ে দিচ্ছে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলার জন্য। দলের অন্যতম সেরা পেসারকে পেয়ে বাংলার টিম ম্যানেজমেন্ট খুশি। বিকেলের বিমানে শহরে পা দিচ্ছেন মুকেশ। মঙ্গলবার সকালে অনুশীলন করে ম্যাচে তিনি নামবেন, জানালেন অধিনায়ক মনোজ তিওয়ারি। পাশাপাশি শাহবাজ আহমেদ ফিরে আসায় অলরাউন্ডারের খামতি মিটেছে। চোট সারিয়ে ফিট অনুষ্টুপ মজুমদার এবং আকাশদীপও। গতবছর রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার ন'জন হাফ সেঞ্চুরি করেছিলেন। যা বিশ্বরেকর্ড ৷
মানসিকভাবে সেই কীর্তি তৃপ্তি দিলেও তা আত্মতৃপ্তি হতে দিতে নারাজ বঙ্গ টিম ম্যানেজমেন্ট। তারা বাস্তবে দাঁড়িয়ে ঝাড়খণ্ড ম্যাচের নীল নকশা সাজাতে চাইছে। বিরাট সিংয়ের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড দলে সৌরভ তিওয়ারি, অনুকূল রায়, শাহবাজ নাদিমের মত ক্রিকেটাররা রয়েছেন। ঈশান কিষাণের অনুপস্থিতি ঝাড়খণ্ডের পক্ষে ধাক্কা, তবে বাংলার জন্য স্বস্তি। ওড়িশা ম্যাচের আগে ইডেনের বাইশ গজ নিয়ে অসন্তুষ্ট ছিল বাংলা। মঙ্গলবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে নামার আগে পিচ নিয়ে অভিযোগ নেই। প্রতিপক্ষ যেহেতু স্পিন সহায়ক উইকেটে সড়গড় তাই তাদের সবুজ উইকেটের চ্যালেঞ্জ দিতে চায় বাংলা। পাঁচদিনের ক্রিকেটে যে ধরনের উইকেট প্রয়োজন, তাই পাচ্ছেন মনোজরা। নিজেদের প্রয়োগ করে জয়ের সরণিতে ফেরার কথা বলছেন বাংলার অধিনায়ক এবং কোচ।