কলকাতা, 13 জুন : অধরা স্বপ্ন শেষবেলায় যাতে ভেঙে না যায় সেই লক্ষ্যে প্রতিটি পা মেপে ফেলতে চায় অভিমন্যু ঈশ্বরনরা । শুধু ক্রিকেটাররা নন, কোচ অরুণ লাল থেকে সিএবির পদাধিকারী, সকলেই দলগতভাবে স্বপ্নপূরণে নামতে চাইছেন (Bengal will face Madhya Pradesh in Ranji Trophy Semifinal)। তাই মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে কাটাছেঁড়া করে চলেছে বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক ।
দারুণভাবে ঝাড়খণ্ডকে উড়িয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা দল । ব্যাটে বলে পারফরম্যান্সের তুঙ্গে উঠেছিল মনোজ, সুদীপরা । তবে সবকিছু ভুলে শূন্য থেকে শুরু করতে চান প্রত্যেকে । মঙ্গলবার থেকে শুরু হতে চলা সেমিফাইনালে দলে থাকছেন না মহম্মদ শামি । রবিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলে যাচ্ছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলিং স্তম্ভ । তবে সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'টি টি-20 ম্যাচ খেলবে ভারত ।
গত 27 মে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছিল বাংলা দল । তারপর থেকেই টানা ক্রিকেট খেলছেন দলের ক্রিকেটাররা । ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচও খেলেছিল দল । তাই টানা খেলে কিছুটা ক্লান্ত ক্রিকেটাররা । ফলে শনিবার দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ । কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় বায়ো বাবলকে কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে হোটেলের বাইরে যাওয়ার অনুমতি মেলেনি । ফলে হোটেলের ঘরেই নিজেদের মধ্যে আড্ডা মেরে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা ।