কলকাতা, 1 নভেম্বর: শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলার সামনে এবার হিমাচল প্রদেশ ৷ মুস্তাক আলি টি-20'র শেষ আটের ম্যাচে মঙ্গলবার খেলবে বাংলা । সল্টলেকের ভিডিয়োকন অ্যাকাডেমির মাঠে নামার 24 ঘণ্টা আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, কোনও ম্যাচ বা কোনও প্রতিপক্ষ সহজ নয় ৷ প্রাথমিক রাউন্ডের মতো নক-আউট পর্বেও দল কড়া মেজাজে খেলবে বলে জানিয়েছেন তিনি । প্রাথমিক পর্বে গ্রুপ-ই-তে বাংলা 18 পয়েন্ট পেয়ে শীর্ষে শেষ করেছিল ।
ঝাড়খণ্ডের বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যাওয়ার পরে টানা চারটে ম্যাচ জিতেছিলেন অভিমন্যু- ঈশ্বরনরা । একমাত্র চণ্ডীগড়ের বিরুদ্ধে পরাজয় ছাড়া টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে বাংলা । এবার নক-আউটে শেষ আটের লড়াইয়ে সামনে হিমাচল প্রদেশ । অনুশীলনের পরে কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, "আমরা সবসময়ই কঠিন মানসিকতা নিয়ে মাঠে নামি । চেষ্টা করব সেরাটা নিংড়ে দেওয়ার । তারপর দেখা যাক কী হয় । আমাদের দল তৈরি । দলের মধ্যে বোঝাপড়া ভালো । প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য করছে । প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিতে রাজি । দলের সাজঘরের মানসিকতায় সুখের আবহ ।"
ভিডিয়োকন অ্যাকাডেমির মাঠটি আকারে ছোট । টি-20'র ম্যাচে ছোট মাঠ সবসময় বড় ভূমিকা নিয়ে থাকে । বিষয়টি মাথায় রয়েছে বাংলার কোচের । তাই বাইশ গজের চরিত্র বুঝতে চাইছেন তিনি । তবে লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, দিনের শেষে নিজেদের প্রয়োগ করার মধ্যেই সাফল্য ব্যর্থতা লুকিয়ে থাকে ।