পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Syed Mushtaq Ali Trophy: হিমাচল প্রদেশের চ্যালেঞ্জ সামলাতে দলগত সংহতিতে জোর লক্ষ্মীরতনের - সল্টলেকের ভিডিয়কন অ্যাকাডেমির মাঠে

আজ বাংলার মুখোমুখি হিমাচল প্রদেশ ৷ সল্টলেকের ভিডিয়োকন অ্যাকাডেমির মাঠে মুস্তাক আলি টি-20'র ম্যাচে মঙ্গলবার বাংলার শেষ চারে ওঠার লড়াই (Bengal and Himachal Pradesh in Mushtaq Ali T20) ৷

T 20 Match
ETV Bharat

By

Published : Nov 1, 2022, 7:34 AM IST

কলকাতা, 1 নভেম্বর: শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলার সামনে এবার হিমাচল প্রদেশ ৷ মুস্তাক আলি টি-20'র শেষ আটের ম্যাচে মঙ্গলবার খেলবে বাংলা । সল্টলেকের ভিডিয়োকন অ্যাকাডেমির মাঠে নামার 24 ঘণ্টা আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, কোনও ম্যাচ বা কোনও প্রতিপক্ষ সহজ নয় ৷ প্রাথমিক রাউন্ডের মতো নক-আউট পর্বেও দল কড়া মেজাজে খেলবে বলে জানিয়েছেন তিনি । প্রাথমিক পর্বে গ্রুপ-ই-তে বাংলা 18 পয়েন্ট পেয়ে শীর্ষে শেষ করেছিল ।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যাওয়ার পরে টানা চারটে ম্যাচ জিতেছিলেন অভিমন্যু- ঈশ্বরনরা । একমাত্র চণ্ডীগড়ের বিরুদ্ধে পরাজয় ছাড়া টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে বাংলা । এবার নক-আউটে শেষ আটের লড়াইয়ে সামনে হিমাচল প্রদেশ । অনুশীলনের পরে কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, "আমরা সবসময়ই কঠিন মানসিকতা নিয়ে মাঠে নামি । চেষ্টা করব সেরাটা নিংড়ে দেওয়ার । তারপর দেখা যাক কী হয় । আমাদের দল তৈরি । দলের মধ্যে বোঝাপড়া ভালো । প্রত্যেকেই প্রত্যেককে সাহায্য করছে । প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিতে রাজি । দলের সাজঘরের মানসিকতায় সুখের আবহ ।"

ভিডিয়োকন অ্যাকাডেমির মাঠটি আকারে ছোট । টি-20'র ম্যাচে ছোট মাঠ সবসময় বড় ভূমিকা নিয়ে থাকে । বিষয়টি মাথায় রয়েছে বাংলার কোচের । তাই বাইশ গজের চরিত্র বুঝতে চাইছেন তিনি । তবে লক্ষ্মীরতন শুক্লা মনে করেন, দিনের শেষে নিজেদের প্রয়োগ করার মধ্যেই সাফল্য ব্যর্থতা লুকিয়ে থাকে ।

আরও পড়ুন: দায়িত্ব নিয়েই ঋদ্ধিকে বাংলায় ফেরানোর ডাক স্নেহাশিসের

প্রাথমিক পর্বের দাপট নকআউটে দেখাতে চায় বাংলা । ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন অনুশীলনে যোগ দিয়ে অভিমন্যু ঈশ্বরনদের ভুল-ত্রুটি শুধরে দিয়েছেন । পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের কৌশল বদল নিয়েও আলোচনা করেছেন টিম মিটিংয়ে । গ্রুপ ডি-র টপারদের বিরুদ্ধে নামার আগে লক্ষ্মীরতন এবং ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন ম্যাচের কৌশল নিয়ে একাধিকবার আলোচনা করতে দেখা গিয়েছে । সেই আলোচনায় অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকেও যোগ দিতে দেখা গিয়েছে ।

প্রাথমিক পর্বে তামিলনাড়ুর মতো শক্তিশালী প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল বাংলা । বিশেষ করে বাংলার বোলিং আক্রমণ প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালিয়েছিল । ঘরের মাঠে তার পুনরাবৃত্তি চাইছেন লক্ষ্মীরতন শুক্লা । মুকেশ কুমার ঈশান্ত পোড়েলরাও ফের গতির আগুনে প্রতিপক্ষকে সেঁকতে চাইছেন । অলরাউন্ডার শাহবাজ আহমেদের উপস্থিতি বাংলার ব্যাটিং এবং বোলিং বিভাগের শক্তি বাড়িয়েছে । তাই হিমাচল প্রদেশের বিরুদ্ধে কঠিন লড়াই ছুড়ে দিতে তৈরি । প্রাথমিক পর্বের কড়া লড়াইয়ের তেজ নকআউটে ছুড়ে দেওয়ার কথা লক্ষীরতন এবং দলের মুখে ।

আরও পড়ুন: ফাইনাল খেলবে রোহিতের ভারত, আশাবাদী সৌরভ

ABOUT THE AUTHOR

...view details