কলকাতা, 9 ডিসেম্বর: টস জিতে শনিবার গুজরাত-বাংলা প্রি-কোয়ার্টার ম্যাচে বল করার সিদ্ধান্ত নেন সুদীপ ঘরামি ৷ অনবদ্য ছন্দে থাকা গুজরাতকে 8 উইকেটে হারায় সুদীপ ঘরামির ছেলেরা। জোড়া সেঞ্চুরি বাংলা ইনিংসে তাও আবার রান তাড়া করতে নেমে ৷ ঘরামির অপরাজিত 117 রান ও অনুষ্টুপের অপরাজিত 102 রানে ভর করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বাংলা ৷
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় বাংলা। লক্ষ্য ছিল প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখা। বোলিংয়ে শুরুটাও ভালো হয়। অনবদ্য ছন্দে থাকা গুজরাতের উরভিল প্যাটেলকে রান আউট করেন বাংলা অধিনায়ক। তবে প্রিয়াঙ্ক পাঞ্চালের সেঞ্চুরি এবং সৌরভ চৌহান ও উমঙ্গ কুমারের হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 283-র বড় স্কোর গড়ে গুজরাত।
গুজরাতের করা 248 রান তাড়া করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলেই বিপক্ষের অধিনায়ক চিন্তন গাজার বলে ফিরে যান শাকির হাবিব গান্ধি। সেই সময় দলের হাল ধরেন অভিষেক পোড়েল ও সুদীপ। দু'জন দ্বিতীয় উইকেটে যোগ করেন 76 রান। তবে সেই সময় ফের একবার ধাক্কা খায় বাংলা। মারকুটে মেজাজে ব্যাট করলেও 53 বলে 47 রানে আউট হন বঙ্গ উইকেটকিপার। ফলে 77 রানে 2 উইকেট হারায় বাংলা। চাপের মুখে পালটা আক্রমণ শুরু করেন দুই ব্যাটার।
তৃতীয় উইকেটে দু'জনের অবিচ্ছেদ্য 209 রানের জুটি খেলা ঘুরিয়ে দিল। বাইশ গজে দাপট দেখানোর সঙ্গে ছিল দু'জনের মারকাটারি মেজাজ। বিশেষ করে অনুষ্টুপ ছিলেন শুরু থেকেই আগ্রাসী মেজাজে। 88 বলের 102 রানের এই ইনিংসে অনুষ্টুপের ব্যাট থেকে আসে 10টি চার ও 1টি ছক্কা। পিছিয়ে ছিলেন না সুদীপ। একটা দিক আগলে রাখলেও, অনুষ্টুপের আগে সেঞ্চুরি করেন তিনি। 132 বলে 117 রানের ইনিংস 9টি চার ও ও 2টি ছক্কা দিয়ে সাজানো ছিল। 4 ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছয় বাংলা। সদ্য জাতীয় দলের হয়ে নজরকাড়া অলরাউন্ডার অক্ষর প্যাটেল খুব একটা দাগ কাটতে পারেননি বাংলার বিরুদ্ধে ৷
আরও পড়ুন:
- পরীক্ষার সামনে 'মেন ইন ব্লু'র তরুণ তুর্কিরা, ডারবান জয়ের 'অঙ্ক কী কঠিন' ভারতের জন্য?
- 'ফিক্সার বলে অপমান', লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ
- বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির 'মেন ইন ব্লু', সিরিজে ভোগাবে না তো 'বর্ষা কাঁটা'!