কলকাতা, 3 ফেব্রুয়ারি: বাংলার জয় গতকালই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ প্রত্যাশা মতোই রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছল বাংলা। শুক্রবার ইডেনে ঝাড়খণ্ডকে 9 উইকেটে হারিয়ে শেষচারে পৌঁছে গেলেন মনোজ তিওয়ারিরা। মনে হচ্ছিল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চতুর্থ দিন সকালের দিকেই খেলা শেষ করে দেবে বাংলা (Bengal)। তবে সেটা হল না। জয় পেতে লেগে পুরো প্রথম সেশন। রঞ্জি ট্রফিতে এই নিয়ে টানা তিনবার সেমিফাইনালে উঠল মনোজের দল। শেষ রঞ্জিতে ট্রফির লড়াইয়ে আর একটা জয় চাই মনোজদের।
এদিন সেমিফাইনালে প্রথম দিন থেকেই দাপট দেখায় বাংলা। ইডেনের চেনা মাঠে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। গত মরশুমেও মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) রাজ্যদলকে হারিয়ে শেষ চারে গিয়েছিল বাংলা। এবারও যেন সেই ম্যাচের আবার পুনরাবৃত্তি ঘটল ৷ তবে গতবার কোয়ার্টারে বাংলার জয় সরাসরি আসেনি, ম্যাচ ড্র হওয়ায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে উঠেছিলেন অভিমন্যু ঈশ্বরণরা। তবে এবার জয় এল সরাসরি। ফাইনালের আগে আর একটা মাত্র ম্যাচ।
67 রান করলে জয় আসবে, এই লক্ষ্যে খেলতে নেমে বাংলার কাজী জুনেইদ সইফির উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন। অভিমন্যু ঈশ্বরণ 28 এবং সুদীপ ঘরামি 26 রানে অপরাজিত থাকলেন। ম্যান অফ দ্য ম্যাচ বাংলার আকাশদীপ। দেড়ঘণ্টায় ঝাড়খণ্ডের বাকি তিন উইকেট তুলে নিয়ে সেমিফাইনালের পথ আরও সহজ করে নেয় বাংলা। সাত উইকেটে 162 রান নিয়ে খেলা শুরু করে 'বিরাট সিং'এর ঝাড়খণ্ড ৷ অল আউট হয়ে যায় 221 রানে। সুপ্রিয় চক্রবর্তীর অপরাজিত 83 বলে 81 রানই ঝাড়খণ্ডের লড়াইয়ের নির্যাস। বাংলার বোলারদের মধ্যে আকাশ ঘটক তিন উইকেট নিয়ে সেরা। আকাশদীপ, শাহবাজ আহমেদ দু'টো করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মুকেশ কুমার, ঈশান পোড়েলের।