পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022 : অসহায় আত্মসমর্পণ চণ্ডীগড়ের, জয়ের জন্য বাংলার দরকার 8 উইকেট - Bengal need 8 wicket to win against Chandigarh in Ranji Trophy 2022

240 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে 8 উইকেটে 181 রান তুলে ডিক্লেয়ার করে দেয় অভিমন্যু ঈশ্বরনরা । 413 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইতিমধ্যে 14 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছে মনন ভোরা, গৌরভ গম্ভীররা (Bengal need 8 wicket to win against Chandigarh) ৷

Ranji
জয়ের জন্য বাংলার দরকার 8 উইকেট

By

Published : Mar 5, 2022, 11:03 PM IST

কটক, 5 মার্চ : বাংলার রানের পাহাড়ের সামনে অসহায় আত্মসমর্পণ চণ্ডীগড়ের । অনুষ্টুপ মজুমদারদের দেওয়া 413 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইতিমধ্যে 14 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছে মনন ভোরা, গৌরভ গম্ভীররা (Bengal need 8 wicket to win against Chandigarh) ৷

240 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে 8 উইকেটে 181 রান তুলে ডিক্লেয়ার করে দেয় অভিমন্যু ঈশ্বরনরা । প্রথম ইনিংসে বাংলার বড় রানের ইনিংস দাঁড়িয়েছিল ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, সায়ন মণ্ডলের ব্যাটে । দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটারদের কারও নামের পাশে বড় রান নেই । তবুও চারশো রানের লিড পেয়েছে দল ৷

দলের এই সম্মিলিত পারফরম্যান্সই প্রতিপক্ষের কাজটা কঠিন করে দিয়েছে । জয়ের হ্যাটট্রিকের জন্য অভিমন্যুদের প্রয়োজন 8 উইকেট । চণ্ডীগড়ের দুই ওপেনার আরসালান খান এবং হারনুর সিংকে ফিরিয়েছেন মুকেশ কুমার, ঈশান পোড়েল । জয়ের গন্ধ পেতে থাকা বাংলার সাজঘর অবশ্য চালকের আসনে বসেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ।

আরও পড়ুন : Sourav on Warne : স্বাস্থ্যের সঙ্গে আপস নয়, ওয়ার্নের অকাল প্রয়াণে সতর্কবাণী সৌরভের

অনুষ্টুপ মজুমদার বলেন, ‘‘আমাদের সেরাটা এখনও আসেনি । প্রতিটা ক্রিকেটার নিজেকে নিংড়ে দিচ্ছে । জয় পাওয়ার জন্য চেষ্টায় খামতি থাকবে না । পিচ অনেক ধীর হয়ে গিয়েছে । ফলে বোলারদের পরিশ্রম করতে হচ্ছে । তবে বোলারদের ওপর আস্থা রয়েছে । আশাকরি জয় ছিনিয়ে নিয়ে আসতে পারব ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details