কটক, 19 ফেব্রুয়ারি : প্রথম ইনিংসে ব্যাটারদের লজ্জাজনক পারফরম্যান্স ৷ একশোর আগে (88) গুটিয়ে গিয়েও তৃতীয়দিনের শেষে জয়ের গন্ধ সেই বাংলা শিবিরেই ৷ 349 রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাটে সুবিধাজনক জায়গায় গতবারের রানার্সরা ৷ তবে অধিনায়ক কিন্তু ম্যাচে ফেরার জন্য কৃতিত্ব চাপাচ্ছেন বোলারদের কাঁধেই (Abhimanyu Easwaran appreciates his bowlers) ৷
79 রানে অপরাজিত থাকা ঈশ্বরণ তৃতীয়দিন ম্যাচ শেষে বলেন, "বোলাররা যা করেছে তার প্রশংসা না করে পারছি না ৷ বোলাররাই আমাদের ম্যাচে ফিরিয়েছে ৷ টানা দু'দিন বল করে গিয়েছে ওরা ৷ জানি প্রথম ইনিংসে ব্যাটাররা নামের প্রতি সুবিচার করতে পারেনি, কিন্তু তাঁরা চেষ্টা করেছে ৷ বিশ্বাস ছিল বোলাররা আমাদের আরও একটা সুযোগ করে দেবে ৷"