বেঙ্গালুরু, 9 জুন :বাংলার রানের পর্বতের চাপ সামলাতে ব্যর্থ ঝাড়খণ্ড । মাত্র 298 রানে শেষ তাদের ইনিংস । 475 রানে এগিয়ে থাকলেও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে ফলো অন করাননি । বরং দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছেন । দিনের শেষে 3 উইকেট হারিয়ে বাংলার সংগ্রহ 73 । উইকেটে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটার অনুষ্টুপ মজুমদার (22 রান) এবং মনোজ তিওয়ারি (12 রান) । ইতিমধ্যে 551 রানে এগিয়ে বাংলা ।
শুক্রবার ম্যাচের শেষ দিন । ফলে জিততে হলে দ্রুত ইনিংস ডিক্লেয়ার করতে হবে বাংলাকে । কারণ 10টি উইকেট ফেলার জন্য বোলারদের পর্যাপ্ত সময় দিতে হবে । প্রথম ইনিংসে রানের বনভোজন করলেও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি অভিষেক রামন (22 রান), অভিমন্যু ঈশ্বরন (13 রান), সুদীপ ঘরামি (5 রান) । বাংলার তিনটি উইকেটই 18 রানের বিনিময়ে নিয়েছেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম ।
প্রতিপক্ষের আটশো ছুঁইছুঁই রানের চাপ সামলে জবাব দেওয়া সবসময়ই কঠিন । তাই ঝাড়খণ্ড যে কঠিন অঙ্ক সামলাতে সমস্যায় পড়বে তা অজানা ছিল না। বঙ্গ বোলিং ডিপার্টমেন্টের আক্রমণের সামনে ঝাড়খণ্ড ব্যাটাররা সেভাবে দাঁড়াতে পারেননি ।