চণ্ডীগড়, 4 মার্চ: চিন্তার ব্যাটিং যখন ভরসার মহীরূহ । চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় দিনে রানের পাহাড়ে বাংলা (Bengal vs Chandigarh Ranji Match) । ব্যাটারদের সঙ্গে বোলারদের ধারাবাহিকতায় চালকের আসনে অভিমন্যু ঈশ্বরণরা । বাংলার 437 রানের জবাবে চণ্ডীগড় দিনের শেষে ছ' উইকেটে 133 রান করে ধুঁকছে । এর আঘে স্কোরবোর্ডে ছয় উইকেটে 329 রান নিয়ে খেলতে নেমে বাংলা প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেয় । মনোজ তিওয়ারি 53 রান করেন । তাঁর 99 বলে চারটি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কায় সাজানো হাফ-সেঞ্চুরি বাংলার ব্যাটারদের মেজাজটা বদলে দেয় ।
মনোজ চলে যাওয়ার পরে বাংলার ইনিংসকে টানেন সায়ন মণ্ডল । প্রথমে মনোজ পরে মুকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে সায়ন শুধু বাংলাকে চারশোর গণ্ডিই পার করলেন না, সাড়ে চারশোর বিশাল রানের পাহাড়ে পৌঁছে দেন । শেষদিকে ঈশান পোড়েল এবং নীলকন্ঠ দাস টিকতে না-পারার সায়ন এদিন প্রথম রঞ্জি সেঞ্চুরির স্বাদ পাননি । যদিও সেঞ্চুরি হাতছাড়ায় হতাশ নন তিনি । সায়ন বলেন, "বাংলা দলে ফিরতে পেরে ভাল লাগছে । দলের জন্য অবদান রাখতে পেরে খুশি । আমরা এখন জেতার দিকে মনসংযোগ করতে চাইছি । দিনের শুরুতে বল সুইং করছিল । ওই সময় মনোজ দা আমাকে ভরসা দিয়েছিল । ধৈর্য্য ধরে পড়ে থাকলে রান আসবে । দলের প্রয়োজনে রান করেছি সেটাই বড় কথা । সেঞ্চুরি হাতছাড়া হয়েছে বলে হতাশা নই ।"