পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: গতি-স্পিনের যুগলবন্দিতে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলা

দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ডের ব্যাটিং লাইন-আপ প্রথম থেকেই কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে । চতুর্থ বাংলা শিবির আপাতত নিজেদের কাজটা দ্রুত শেষ করতে চায় (Bengal in drivers seat vs Jharkhand) । ব্যাটার-বোলারদের সম্মিলিত পারফর্ম্যান্সের জোরে সেমিফাইনালের দুয়ারে বাংলা (Bengal aims Semi Final of Ranji Trophy 2022-23) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 3, 2023, 4:00 AM IST

Updated : Feb 3, 2023, 12:14 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি:মনোজ তিওয়ারিদের পকেটে রঞ্জি সেমিফাইনালের টিকিট প্রায় ঢুকে পড়েছে । ইডেনে বাংলার 155 রানের লিড টপকে চ্যালেঞ্জ খাড়া করতে গিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ড ফের মুখ থুবড়ে পড়েছে (Ranji Trophy 2022-23)। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর 7 উইকেটে 162 (Bengal in drivers seat vs Jharkhand) । আপাতত বিরাট সিংয়ের দল মাত্র 7 রানে এগিয়ে । ক্রিজে রয়েছেন শাহবাজ নাদিম (5 রান) এবং সুপ্রিয় চক্রবর্তী (5 রান)।

প্রথম ইনিংসের মতোই বাংলার পেসাররা সুইং ও গতির তত্ত্বে ঝাড়খণ্ডকে আবারও ব্যাকফুটে ঠেলেছে (Bengal in Ranji Trophy 2022-23) । আকাশদীপের সঙ্গে আকাশ ঘটকের ঝুলিতেও এসেছে দু'টি উইকেট । ব্যাটের পরে বল হাতেও বিধ্বংসী শাহবাজ আহমেদ । তাঁর দখলেও দু'টি উইকেট । একটি উইকেট তুলে নিয়েছেন ঈশান পোড়েল । মুকেশ কুমার উইকেট না-পেলেও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখার কাজটি করে গিয়েছেন (Bengal aims Semi Final of Ranji Trophy 2022-23) ।

পাঁচ পেসারের গতি এবং সুইংয়ের সঙ্গে শাহবাজের স্পিনের ঘূর্নিতে দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ডের ব্যাটিং লাইন-আপ প্রথম থেকেই কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে। আর্যমান সিংয়ের 64 রান, অনুকুল রায়ের 40 রান এবং বিরাট সিংয়ের 29 রান ছাড়া বাকিরা এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি । মনোজ তিওয়ারি দু'টি এবং আকাশদীপ একটি ক্যাচ না-ফস্কালে তিনদিনে ম্যাচ জয়ের স্বস্তি এবং সেমিফাইনালে ওঠার তৃপ্তি নিয়েই ইডেন ছাড়তে পারতেন মনোজ, লক্ষ্মীরতন, অনুস্টুপরা । সেমিফাইনালে প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ না মধ্যপ্রদেশ, তা জানতে অপেক্ষা করতে হবে । দুই রাজ্যের শেষ আটের লড়াইয়ে যে কেউ জিততে পারে। তবে বাংলা শিবির আপাতত নিজেদের কাজটা দ্রুত শেষ করতে চায় । শুক্রবার বাকি তিন উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্যপূরণ করার পরিকল্পনা বঙ্গ শিবিরের ।

আরও পড়ুন: সর্বাধিক ব্যবধানে জয়, গিলের শতরানে কুড়ি-বিশের সিরিজও ভারতের

সকালে 5 উইকেটে 238 রান নিয়ে খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংস শেষ হয় 328 রানে । আগের দিনের অপরাজিত দুই ব্যাটারের মধ্যে অভিষেক পোড়েল 33 রানে ফিরে যাওয়ার পর দলকে টানলেন শাহবাজ আহমেদ । 65 রানে এগিয়ে থাকা অবস্থা থেকে বাংলার লিড 155 রানে পৌঁছয় শাহবাজের মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে । রাহুল শুক্লার বলে সাজঘরে ফিরে যাওয়ার আগে 120 বলে 81 রান করলেন 9টি বাউন্ডারি এবং 2টি বিশাল ছক্কায় । ব্যাটার-বোলারদের সম্মিলিত পারফর্ম্যান্সের জোরে সেমিফাইনালের দুয়ারে বাংলা ।

আরও পড়ুন: ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে 3397 কোটি টাকা বরাদ্দ বাজেটে

3 ফেব্রুয়ারি, শুক্রবার সিএবি'র ফাউন্ডেশন ডে । রক্তদান শিবির থেকে নানাবিধ কর্মসূচিতে সকাল থেকে সিএবি গমগম করবে । উপস্থিত থাকবেন সিএবি-র প্রাক্তন তিন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া ও প্রসূন মুখোপাধ্যায় । আমন্ত্রিত রাজ্যের ক্রীড়ামন্ত্রী, কলকাতার মহানাগরিক । আনন্দের আবহে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার জোরালো সুযোগ । যা লক্ষ্মীর ছেলেরা হাতছাড়া করতে রাজি নন ।

Last Updated : Feb 3, 2023, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details