কলকাতা, 2 ফেব্রুয়ারি:মনোজ তিওয়ারিদের পকেটে রঞ্জি সেমিফাইনালের টিকিট প্রায় ঢুকে পড়েছে । ইডেনে বাংলার 155 রানের লিড টপকে চ্যালেঞ্জ খাড়া করতে গিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ড ফের মুখ থুবড়ে পড়েছে (Ranji Trophy 2022-23)। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর 7 উইকেটে 162 (Bengal in drivers seat vs Jharkhand) । আপাতত বিরাট সিংয়ের দল মাত্র 7 রানে এগিয়ে । ক্রিজে রয়েছেন শাহবাজ নাদিম (5 রান) এবং সুপ্রিয় চক্রবর্তী (5 রান)।
প্রথম ইনিংসের মতোই বাংলার পেসাররা সুইং ও গতির তত্ত্বে ঝাড়খণ্ডকে আবারও ব্যাকফুটে ঠেলেছে (Bengal in Ranji Trophy 2022-23) । আকাশদীপের সঙ্গে আকাশ ঘটকের ঝুলিতেও এসেছে দু'টি উইকেট । ব্যাটের পরে বল হাতেও বিধ্বংসী শাহবাজ আহমেদ । তাঁর দখলেও দু'টি উইকেট । একটি উইকেট তুলে নিয়েছেন ঈশান পোড়েল । মুকেশ কুমার উইকেট না-পেলেও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখার কাজটি করে গিয়েছেন (Bengal aims Semi Final of Ranji Trophy 2022-23) ।
পাঁচ পেসারের গতি এবং সুইংয়ের সঙ্গে শাহবাজের স্পিনের ঘূর্নিতে দ্বিতীয় ইনিংসেও ঝাড়খণ্ডের ব্যাটিং লাইন-আপ প্রথম থেকেই কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে। আর্যমান সিংয়ের 64 রান, অনুকুল রায়ের 40 রান এবং বিরাট সিংয়ের 29 রান ছাড়া বাকিরা এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি । মনোজ তিওয়ারি দু'টি এবং আকাশদীপ একটি ক্যাচ না-ফস্কালে তিনদিনে ম্যাচ জয়ের স্বস্তি এবং সেমিফাইনালে ওঠার তৃপ্তি নিয়েই ইডেন ছাড়তে পারতেন মনোজ, লক্ষ্মীরতন, অনুস্টুপরা । সেমিফাইনালে প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ না মধ্যপ্রদেশ, তা জানতে অপেক্ষা করতে হবে । দুই রাজ্যের শেষ আটের লড়াইয়ে যে কেউ জিততে পারে। তবে বাংলা শিবির আপাতত নিজেদের কাজটা দ্রুত শেষ করতে চায় । শুক্রবার বাকি তিন উইকেট দ্রুত তুলে নিয়ে লক্ষ্যপূরণ করার পরিকল্পনা বঙ্গ শিবিরের ।