পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: ম্যাচ ড্র, হিমাচলের বিরুদ্ধে 3 পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে - নির্দিষ্ট লাইনে বল করাই ছিল একমাত্র উপায়

নির্দিষ্ট লাইনে বল করাই ছিল একমাত্র উপায় । লক্ষ্মীরতন শুক্লা সেভাবেই বোলারদের নির্দেশ দিলেও তার বাস্তবায়ন মাঠে হয়নি । ফলে 6 পয়েন্টের বদলে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল বাংলাকে (Bengal Himachal Pradesh Ranji Match results in a draw) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 23, 2022, 10:52 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: জয়ের জন্য দরকার ছিল 9 উইকেট । বোলারদের নিয়ন্ত্রিত লাইনে বল করলেই আসতে পারত কাঙ্খিত জয় । কিন্তু তার বদলে ড্র'য়ে শেষ বাংলা বনাম হিমাচল প্রদেশ ম্যাচ । 6 পয়েন্টের বদলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে 3 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়ারিদের (Bengal Himachal Pradesh Ranji Match results in a draw) ।

2 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে শনিবার ভোরে নাগাল্যান্ড যাচ্ছে বাংলা । কোহিমায় 27 ডিসেম্বর থেকে বাংলা তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে নামবে। শুক্রবার ইডেনে জেতার জন্য 472 রান তাড়া করতে নেমে হিমাচল প্রদেশকে শেষ দিনে করতে হত 393 রান । দিনের শেষে হিমাচল প্রদেশ 4 উইকেটে 348 রান তোলে ।

প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পরে দ্বিতীয় ইনিংসেও প্রশান্ত চোপড়া 109 রানের দুরন্ত সেঞ্চুরি করলেন । অঙ্কিত কলসির 82 রানের মধ্যে দিয়ে হিমাচল প্রদেশ পালটা দিতে শুরু করেছিল । ইডেনের চতুর্থ দিনের উইকেটে বোলারদের সাহায্য পাওয়ার মতো কিছু ছিল না । এই উইকেটে নির্দিষ্ট লাইনে বল করাই ছিল একমাত্র উপায় । লক্ষ্মীরতন শুক্লা সেভাবেই বোলারদের নির্দেশ দিলেও তার বাস্তবায়ন মাঠে হয়নি ।

আরও পড়ুন: কলকাতার গলি থেকে আইপিএলের রাজপথ ! স্বপ্নসফলেও আত্মতুষ্ট হতে নারাজ মুকেশ

সায়নশেখর মণ্ডলের দু'টো এবং আকাশদীপের একটি উইকেট ছাড়া বাকিদের শিকার সংখ্যা শূন্য । দিনের শুরুতে হিমাচল প্রদেশ দ্রুত গতিতে রান তোলার লক্ষ্যে নেমেছিল । প্রশান্ত চোপড়ার পাশাপাশি অমিত কুমারও চালিয়ে খেলতে থাকেন । কিন্তু 38 বলে 52 রান করে মাথায় আঘাত লেগে বেরিয়ে যেতে বাধ্য হন অমিত । অধিনায়ক ঋষি ধাওয়ানের 31 রান তিনশো পার করে দেয় হিমাচল প্রদেশকে । শেষ পর্যন্ত ম্যাচ ড্র । 3 পয়েন্ট পেলেও দোষারোপের রাস্তায় হাঁটতে রাজি নন কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজ তিওয়ারি ।

আরও পড়ুন: উমেশ-অশ্বিনের যুগলবন্দিতে আড়াইশো'র আগেই গুটিয়ে গেল বাংলাদেশ

অধিনায়ক মনোজ বলেন, “পিচ ব্যাটারদের সহায়ক ছিল । কিন্তু প্রথম ঘণ্টায় লাইন ঠিক রেখে বোলাররা বল না-করতে পারাতেই ফায়দা তোলা যায়নি । তবে সবকিছুই খেলার অঙ্গ । এবার আশা করব নাগাল্যান্ডে ভালো পারফরম্যান্স করবে দল ।”

ABOUT THE AUTHOR

...view details