পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy Final: প্রত্যাঘাতে অধিনায়ক মনোজের ফিরে আসার লড়াই, ব্যাটিং ব্যর্থতাতেও লড়ছে বাংলা - Bengal fight back against Sourashtra

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ক্লিক করল না বাংলার টপ অর্ডার । যদিও ঘুরে দাঁড়ালেন অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি । দুই অভিজ্ঞ ব্যাটারের ওপর ভর করেই পালটা দেওয়ার স্বপ্ন দেখছে বঙ্গ শিবির (Bengal fight back against Sourashtra) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 18, 2023, 6:04 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: উত্তাল গঙ্গায় ডিঙি নৌকো চালানোর রোমাঞ্চ উপভোগ করেন অনুষ্টুপ মজুমদার । কিশোর বয়সে বন্ধুদের সঙ্গে মজার ছলেই ঘাটে বাঁধা অন্যের নৌকার কাছি খুলে গঙ্গায় বাইতেন অনুষ্টুপ। ভরা জোয়ারে নৌকো চালানোর অজানা প্যাঁচপয়জার টালমাটাল পরিস্থিতির মধ্যেই শিখেছিলেন। জীবনের সেই শিক্ষা ক্রিকেটার জীবনেও প্রয়োগ করেন রুকু । চলতি রঞ্জি ট্রফিতে বাংলার সংকটে তিনি ত্রাতা মধুসূদন (Bengal fight back against Sourashtra)।

ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে আচমকা লাফিয়ে ওঠা বলে আউট হয়েছিলেন । কঠিন পরিস্থিতি সামলাতে না-পারার আক্ষেপ ছিল তাঁর গলায়। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের 230 রানের লক্ষ্মণরেখা টপকে নতুন চ্যালেঞ্জ খাঁড়া করার দায় ছিল । অধিনায়ক মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে সেটাই করছিলেন অনুষ্টুপ । 101 বলে 8টি বাউন্ডারিতে সাজানো ইনিংস থামল 61 রানে । বাংলার সেট ব্যাটারকে ফেরালেন জয়দেব উনাদকাট । মনোজ-অনুষ্টুপের 99 রানের জুটি ভাঙতেই স্বস্তি নামল সৌরাষ্ট্র শিবিরে। ব্যাট একটু আগে চালাতেই গালিতে ঈশ্বররাজ জাদেজার হাতে ধরা পড়লেন। সাবলীল ব্যাটিংয়ের মাঝে ছোট ভুলে বড় ধাক্কা ।

পরিস্থিতি কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর কথা বলছিলেন লক্ষ্মীরতন শুক্লা । মিরাকেলের আশায় ছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি । একইসঙ্গে দ্বিতীয় দিনে দলের বোলারদের খারাপ পারফরম্যান্স নিয়েও সরব হয়েছিলেন। অধিনায়কের সমালোচনায় দগ্ধ হয়েই তৃতীয়দিন সকালে নিজেদের শুধরে নিলেন মুকেশ কুমার, আকাশদীপ, ঈশান পোড়েলরা । মাত্র 23 ওভারে সৌরাষ্ট্রের বাকি 5টি উইকেট তুলে নেন । 317 রানে দিন শুরু করে দু'ঘণ্টার মধ্যে সৌরাষ্ট্র থামল 404-এ ।

আরও পড়ুন:ঘুরে দাঁড়ানোর আশায় লক্ষ্মী, মিরাকেলের অপেক্ষায় মনোজ

230 রানে পিছিয়ে থেকে ফের খারাপ শুরু বাংলার ওপেনারদের । রঞ্জিতে অভিষেক ম্যাচের দুই ইনিংসে সুমন্ত গুপ্তর মোট রান 2 । আউটের ধরন এবং বোলার, দু'বারই এক । বীরভূমে ক্রিকেট অ্যাকাডেমি চালানো বড়িশা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার সুমন্ত কোনও পর্যায়ে ইনিংসের গোড়াপত্তন করেননি । তাঁকে শুরুতে নামিয়ে ভালো কিছুর আশা করা অন্যায় । স্বাভাবিকভাবে বাংলা সুমন্তর কাছ থেকে ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি ।
নকআউটে অভিমন্যু ঈশ্বরণ ব্যর্থতার চক্রব্যূহে আটকে । প্রথম ইনিংসে শূন্য করার পরে দ্বিতীয় ইনিংসে ফিরলেন 16 রানে । তিন নম্বরে নেমে সুদীপ ঘরামি ফিরলেন 14 রানে । দুই ওপেনার এবং সুদীপের দ্রুত প্রত্যাবর্তনের পরে দলকে টানলেন মনোজ-অনুষ্টুপ জুটি ।

হাতে রয়েছে আরও দু'দিন । শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দলকে টানছেন অধিনায়ক মনোজ তিওয়ারি। তৃতীয়দিনের শেষে 4 উইকেটে 169 রানে বাংলার। দল পিছিয়ে রয়েছে 61 রানে। মিরাকেলের কথা বলছিলেন মনোজ । দিনের শেষে সতীর্থদের ওপর নির্ভর করার চেয়ে নিজের ব্যাটেই আস্থা রাখছেন অধিনায়ক । 129টি বল খেলে আপাতত 9টি বাউন্ডারিতে 57 রানে অপরাজিত তিনি । শাহবাজ আহমেদ 13 রানে ক্রিজে রয়েছেন। প্রথম ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠা জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়া দ্বিতীয় ইনিংসে আপাতত দু'টি করে উইকেট নিলেও লড়ছে বাংলা।

ABOUT THE AUTHOR

...view details