তিরুঅনন্তপুরম, 14 ডিসেম্বর : মুম্বইকে হারানোর পর মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে জিতেও কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে না বাংলার ৷ রানরেটে পিছিয়ে পড়ে বিদায় সুদীপ চট্টোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলা দলের (despite of win Bengal fails to qualify in quarter finals of Vijay Hazare Trophy) ৷ প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৫২ রান করে কর্নাটক। জবাবে ব্যাট করতে নেমে নয় বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা (Bengal beats Karnataka by 4 wickets)।
কিন্তু দুই হেভিওয়েটকে পরপর হারালেও নিয়মের গেরোয় বিজয় হাজারে ট্রফি থেকে বিদায় নিতে হল বাংলাকে। এলিট গ্রুপ-বি'তে পাঁচ ম্যাচ খেলে তামিলনাড়ু, কর্নাটক, বাংলা এবং পুদুচেরী 12 পয়েন্ট নিয়ে একই মেরুতে দাঁড়িয়ে থাকায় রান-রেটের নিরিখে কোয়ার্টারের শিকে ছেঁড়ে তামিলনাড়ু এবংকর্নাটকের ৷ অর্থাৎ হেরেও নক-আউটে মণীশ পান্ডের কর্নাটক ৷ প্রথমে ব্যাট করে অধিনায়ক মণীশ পান্ডের ৮৫ বলে ৯০, রোহন কদমের ৩৭ এবং ইনিংসের শেষ দিকে প্রবীণ দুবে ২৯ বলে ৩৭ রানে ভর করে স্কোরবোর্ডে ২৫২ রান তোলে কর্নাটক ৷ ১০ ওভারে ৪৮ রান দিয়ে চার উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। ৯ ওভারে ৫১ রান দিয়ে দু'টি উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়।