পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Bengal Cricket Team: পাঁচ ঘণ্টার প্রথম ক্লাসে 'স্যর' লক্ষ্মী জোর দিলেন ব্যাটিংয়ে - প্রথম দিনেই দলকে কড়া বার্তায় আগামীর সুর শোনালেন বাংলা দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা

পাঁচ ঘণ্টার কড়া অনুশীলন। প্রথম দিনেই দলকে কড়া বার্তায় আগামীর সুর শোনালেন বাংলা দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা। দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের অনুশীলনে মাঠে নামলেন কোচ 'স্যর' (Bengal Cricket Team Starts Practice Session Under New Coach Laxmi Ratan Shukla)।

Bengal Cricket Team
প্রথম দিনের অনুশীলনে মাঠে নামলেন কোচ লক্ষ্মী

By

Published : Aug 3, 2022, 11:09 PM IST

Updated : Aug 4, 2022, 6:29 AM IST

কলকাতা, 4 অগস্ট: নতুন মরশুমের প্রস্তুতি শুরু হয়ে দিল বাংলা ক্রিকেট দল ৷ সিএবির ইনডোর হলে প্রথমদিনের অনুশীলন পর্বে বাংলার ব্যাটারদের ওপর জোর দেওয়া হল। ভেজা ক্যাম্বিস বল ছুড়েই চলল প্র্যাকটিস। জোর দেওয়া হয়েছে ব্যাটারদের প্রাথমিক পাঠেও (Bengal Cricket Team Starts Practice Session Under New Coach Laxmi Ratan Shukla)।

বিশেষ করে ফ্রন্টফুট, ব্যাকফুট এবং অফস্ট্যাম্পের বাইরে বল ছাড়ার টেকনিকের ওপর জোর দেওয়া হয়েছে প্রথম দিনের অনুশীলনে। শুধু ভিজে ক্যাম্বিস বল নয়, প্লাস্টিক বলেও অনুশীলন করানো হয়েছে এদিন। সুইপ হুক শটে বাংলার ব্যাটারদের দক্ষ করে তুলতেই বাড়তি জোর দেওয়া হল প্রথম দিনের অনুশীলনে।

কোচ লক্ষ্মী বলেন, "দলের ছেলেরা প্রত্যেকেই ভালো। ইনডোরে সকলেই দারুণ প্র্যাকটিস করলাম আমরা। ব্যাটিংয়ের প্রাথমিক পাঠে জোর দেওয়া হয়েছে। বোলারদেরও নির্দিষ্ট লাইন-লেংথে বল করানোর ওপর জোর দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রথম দিনে অনুশীলন ভালো হয়েছে ৷" তিনি যোগ করেন, "অফস্ট্যাম্পের বাইরে বল ছাড়া একটা ক্রিকেটীয় কৌশল। সেই কৌশলে জোর দেওয়া হয়েছে। প্রথমদিন পাঁচ ঘণ্টা প্র্যাকটিস হয়েছে ৷ আগামিদিনে ঘণ্টা ছ'য়েক অনুশীলন হতে পারে।"

পাঁচ ঘণ্টার প্রথম ক্লাসে 'স্যর' লক্ষ্মী জোর দিলেন ব্যাটিংয়ে

আরও পড়ুন:মঙ্গলে বাংলার কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন লক্ষ্মী

বাংলা দলের অনুশীলনে বোলিং কোচ হিসেবে যোগ দিলেন শিবশঙ্কর পাল। নতুন কোচের প্রথম দিনের অনুশীলন নিয়ে খুশি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। "গত মরসুমে আমরা ভালো খেললেও ফাইনালে উঠতে পারিনি। আমরা উন্নতির চেষ্টা করব। সেদিক থেকে প্রথম দিনের অনুশীলন যথেষ্ট ভালো হয়েছে ৷" বলেন বাংলা অধিনায়ক।

Last Updated : Aug 4, 2022, 6:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details