কটক, 27 ফেব্রুয়ারি: শোনা যায় ক্রিকেটে পেস বলাররা সাধারাণত জুটিতে আসেন (Bengal Cricket Team Beat Hyderabad)। এমনকী পরিসংখ্যানবিদরাও সে কথা বলেন । তবে বাংলা জয় পেল ত্রিফলা পেস বোলিংয়ে । বাংলার দল এখন পেস বোলিং আক্রমণ জুটিতে নয়, ত্রিফলায় নির্ভরশীল । এঁরা হলেন ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশদীপ । 235 রানে তাড়া করতে নেমে হায়দরাবাদ প্রথম থেকেই বঙ্গ পেসারদের সামলাতে পারেনি । 16 রানে তিন উইকেট হারিয়ে তৃতীয় দিনের শেষেই চাপে পড়ে গিয়েছিল তারা । শেষ দিনে তাদের ইনিংস 166 রানে শেষ । রবিবার হায়দরাবাদকে 72 রানে হারিয়ে রঞ্জি ট্রফির নক-আউটে কার্যত পৌঁছে গেল বাংলা ৷
আরও পড়ুন:IND vs SL 2nd T20I : সিরিজ জয় নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং ভারতের
বরোদার পরে হায়দরাবাদ, পরপর দুটো রুদ্ধশ্বাস জয় । হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে বাংলার তিন পেসার এবং অলরাউন্ডার শাহবাজ আমেদকে কৃতিত্ব দিতেই হবে । ব্যাটের পরে বল হাতেও শাহবাজের পারফরম্যান্স নিঃসন্দেহে কুর্নিস যোগ্য । প্রথম ইনিংসে প্রতিপক্ষকে ভাঙার কাজ শুরু করেছিলেন মুকেশ কুমার । দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদকে দুমড়ে দেওয়ার কাজটি করেন আকাশদীপ । তাঁর 41 রানে চার উইকেটের পাশে যোগ্য সঙ্গত শাহবাজ আহমেদের । তাঁর ঝুলিতে তিন উইকেট । মুকেশ কুমার দু'টি এবং ইশান পোড়েল একটি করে উইকেট নিয়েছেন (Bengal Cricket Team Beat Hyderabad)।