কলকাতা, 18 এপ্রিল : বহিরাগত ক্রিকেটার খেলানোর কারণে শাস্তির কবলে ভিক্টোরিয়া ক্লাব । ক্লাবকে মোটা অর্থের জরিমানা এবং দোষী ক্রিকেটারকে নির্বাসনের আওতায় নিয়ে আসার কথা জানিয়ে দিল সিএবি ।
ভিক্টোরিয়া ক্লাবের মুদিত প্রভাকরের কাগজপত্র সঠিক থাকলেও রৌনক সিংয়ের ক্ষেত্রে ত্রুটি সামনে আসে । দেখা যায় রৌনকের ঠিকানা উত্তরপ্রদেশের । এবং তাঁর তথ্যও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশনের ওয়েব সাইটে রয়েছে । এই বিষয়টি ভিক্টোরিয়া ক্লাব কর্তাদের নজরে নিয়ে আসা হলে তারাও ত্রুটি মেনে নেয় । তবে সংশ্লিষ্ট ক্রিকেটার যখন ক্লাবের কাছে কাগজ জমা দিয়েছিলেন সেই সময় আধার কার্ডে কলকাতার ঠিকানা ছিল বলে ভিক্টোরিয়া ক্লাব জানিয়েছে । তবে সংশ্লিষ্ট ক্রিকেটারটি উত্তরপ্রদেশে ঠিকানা বদল করেছে সেই কথা না জানানোর কারণেই নাকি এই সমস্যায় পড়তে হয়েছে, বলছে ক্লাব ।