কলকাতা, 9 ফেব্রুয়ারি: ব্যাটারদের পরে এবার পালটা দিচ্ছেন বাংলার বোলাররা। বাংলার 438 রানের জবাবে দিনের শেষ দফায় ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ দুই উইকেটে 56। ক্রিজে রয়েছেন সারাংশ জৈন (17) এবং অনুভব আগরওয়াল (8)। ফিরে গিয়েছেন দুই ওপেনার যশ দুবে (12) এবং হিমাংশু মন্ত্রী (23)। নিষ্প্রাণ উইকেটে অসমান বাউন্স এবং ঘূর্ণিকে কাজে লাগাতে বাংলার বোলিং শুরু করেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। নির্দিষ্ট লাইনে বল করে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখার কাজটা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে তা জারি রাখলেন আকাশদীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লালরা। মধ্যপ্রদেশকে ভাঙার কাজ শুরু করেন আকাশদীপ এবং ঈশান পোড়েল। আপাতত 382 রানে পিছিয়ে মধ্যপ্রদেশ।
307 রানে পাঁচ উইকেট নিয়ে খেলা শুরু করে দ্বিতীয়দিন 438 রানে ইনিংস শেষ হয় বাংলার। এদিন 131 রানে বাকি ছয় উইকেটের পতন হয় মনোজব্রিগেডের। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রাথমিক ঝটকা সামলে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিল অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ ঘরামির ব্যাট। জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে পাঁচশো রানের স্বপ্ন ছিল। কিন্তু দ্বিতীয়দিন অধিনায়ক মনোজ তিওয়ারি এবং টেল এন্ডাররা তা সফল করতে ব্যর্থ।
প্রথমদিনের ভুল শুধরে মধ্যপ্রদেশের বোলাররা দিনের শুরু থেকেই সঠিক লাইনে বল করতে থাকেন। ফলে ম্যাচের রাশ বাংলার ব্যাটারদের হাত থেকে আলগা হতে থাকে। পাঁচদিনের ম্যাচে যত বেশি সময় ক্রিজে থিতু হওয়া যায় তত রান পাওয়ার সম্ভাবনা বাড়ে। অনুষ্টুপ এবং সুদীপ সেই তত্ত্ব মেনেই বড় রানেপ ইনিংস গড়েছিলেন। শাহবাজ আহমেদ এবং মনোজ তিওয়ারি সেই ভাবনায় ব্যাট করতে শুরু করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। শাহবাজ আহমেদ ব্যক্তিগত 14 রানে ফিরে যান।
আরও পড়ুন:অনুষ্টুপ-সুদীপের জোড়া সেঞ্চুরি, রঞ্জি সেমিফাইনালের প্রথমদিনই চালকের আসনে বাংলা