কটক, 20 ফেব্রুয়ারি : স্মরণীয় প্রত্যাবর্তনের স্বাক্ষর রেখে 2021-22 রঞ্জি ট্রফি জয় দিয়েই শুরু করল বাংলা ৷ তৃতীয়দিনের শেষেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা শিবির ৷ চতুর্থদিন দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই সম্ভাবনার বাস্তবায়ন করলেন শাহবাজ আহমেদ-অভিমন্যু ঈশ্বরণ ৷ 349 রান তাড়া করে 4 উইকেটে বরোদাকে হারাল বাংলা (Bengal beat Baroda by 4 wickets) ৷ রঞ্জিতে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির বাংলার ৷
দ্বিতীয় ইনিংসে গতকাল অধিনায়কের সংযমী ব্যাটিং দলকে জয়ের পথে এগিয়ে দেয় ৷ তবে দ্বিতীয়দিন আর কোনও রান আসেনি অভিমন্যু ঈশ্বরণের ব্যাটে । 79 রানেই সাজঘরে ফেরেন তিনি ৷ লম্বা হয়নি গতকালের আরও এক অপরাজিত ব্যাটার অনুষ্টুপ মজুমদারের ইনিংসও ৷ ঈশ্বরণের পর অনুষ্টুপ 33 রানে ফিরতে চাপে পড়ে যায় গতবারের রানার্সরা ৷ 176 রানে 5 উইকেট হারানো দলের ব্যাটন ধরেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ ৷ ষষ্ঠ উইকেটে শাহবাজের সঙ্গে প্রাক্তন অধিনায়কের 66 রানের জুটিই আবার জয়ের সম্ভাবনা তৈরি করে দেয় ৷