পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2021-22 : স্মরণীয় প্রত্যাবর্তন, সর্বাধিক রান তাড়া করে 'বরোদা বধ' বাংলার - Ranji Trophy 2021 22

নবাগত অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে বাংলাকে কাঙ্খিত জয় এনে দিলেন শাহবাজ আহমেদ ৷ শাহবাজ অপরাজিত থাকেন 71 রানে এবং অভিষেকের সংগ্রহে অপরাজিত 53 রান (Shahbaz Ahmed made unbeaten 71 and Abhishek score unbeaten 53) ৷

Ranji Trophy 2021-22
সর্বাধিক রান তাড়া করে 'বরোদা বধ' বাংলার

By

Published : Feb 20, 2022, 3:57 PM IST

Updated : Feb 20, 2022, 4:11 PM IST

কটক, 20 ফেব্রুয়ারি : স্মরণীয় প্রত্যাবর্তনের স্বাক্ষর রেখে 2021-22 রঞ্জি ট্রফি জয় দিয়েই শুরু করল বাংলা ৷ তৃতীয়দিনের শেষেই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা শিবির ৷ চতুর্থদিন দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই সম্ভাবনার বাস্তবায়ন করলেন শাহবাজ আহমেদ-অভিমন্যু ঈশ্বরণ ৷ 349 রান তাড়া করে 4 উইকেটে বরোদাকে হারাল বাংলা (Bengal beat Baroda by 4 wickets) ৷ রঞ্জিতে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির বাংলার ৷

দ্বিতীয় ইনিংসে গতকাল অধিনায়কের সংযমী ব্যাটিং দলকে জয়ের পথে এগিয়ে দেয় ৷ তবে দ্বিতীয়দিন আর কোনও রান আসেনি অভিমন্যু ঈশ্বরণের ব্যাটে । 79 রানেই সাজঘরে ফেরেন তিনি ৷ লম্বা হয়নি গতকালের আরও এক অপরাজিত ব্যাটার অনুষ্টুপ মজুমদারের ইনিংসও ৷ ঈশ্বরণের পর অনুষ্টুপ 33 রানে ফিরতে চাপে পড়ে যায় গতবারের রানার্সরা ৷ 176 রানে 5 উইকেট হারানো দলের ব্যাটন ধরেন মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদ ৷ ষষ্ঠ উইকেটে শাহবাজের সঙ্গে প্রাক্তন অধিনায়কের 66 রানের জুটিই আবার জয়ের সম্ভাবনা তৈরি করে দেয় ৷

মনোজ এরপর 37 রানে ফিরলেও থামানো যায়নি শাহবাজকে ৷ নবাগত অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেন এই অলরাউন্ডার ৷ শাহবাজ অপরাজিত থাকেন 71 রানে, অভিষেকের সংগ্রহে অপরাজিত 53 (Shahbaz Ahmed made unbeaten 71 and Abhishek Porel score unbeaten 53) ৷ সঠিক সময়ে জ্বলে উঠে টুর্নামেন্টের শুরুতেই বাংলার ঝুলিতে মূল্যবান ছয় পয়েন্ট।

আরও পড়ুন : বরোদার বিরুদ্ধে জয়ের গন্ধ বাংলা শিবিরে, বোলারদের প্রশংসা ঈশ্বরণের মুখে

জয়ের কোচ অরুণ লাল বলেন, "দলের ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে । অধিনায়ক নিজে দলের সামনে উদাহরণ তুলে ধরেছিল। বাকিরা সকলে তাঁকে অনুসরণ করেছে । বোলিং-ব্যাটিং দু'টি বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছে দল । এক কথায় এই জয় দলগত সংহতির ফসল । শাহবাজ আহমেদের পারফরম্যান্স এক কথায় 'জাঁহাবাজ পারফরম্যান্স' । অভিষেকের পারফরম্যান্সে সাহসিকতা এবং পরিণত বোধের ছাপ স্পষ্ট । এই জয় পরবর্তী ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে ।”

Last Updated : Feb 20, 2022, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details