কলকাতা, 14 ফেব্রুয়ারি: মিশন রঞ্জি ফাইনাল (Ranji Trophy) ৷ বাইশ গজে বল গড়াতে আরও 48 ঘণ্টা ৷ কিন্তু, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 33 বছর পরে ইডেনে রঞ্জি ফাইনাল ৷ বাংলার প্রতিপক্ষ এবার সৌরাষ্ট্র ৷ ইতিমধ্যে, ইডেন সাজানোর কাজ শুরু করেছেন কর্তারা ৷ ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করার নির্দেশ দেবেন রঞ্জি ট্রফিজয়ী বাংলা দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় ৷ দর্শকদের জন্য ‘ইডেন চলো’ ডাক স্লোগান উঠেছে সোশাল মিডিয়ায় ৷ সিএবি ইডেনের বাছাই করা কয়েকটি গেট খুলে দেওয়ার কথা অফিসিয়ালি জানিয়েছে ৷ সামগ্রিক প্রচেষ্টায় ঘরের মাঠে রঞ্জি ট্রফি জেতার উদ্যোগ বঙ্গ ক্রিকেটের ৷ এদিন নেটে বাঁ-হাতি পেসারদের খেলতে দেখা গিয়েছে বাংলার ব্যাটারদের (Bengal Batters Played Left-Arm Pacers in Nets) ৷
ইন্দোরে দুরন্ত জয়ে গত বছরের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে উড়িয়ে কলকাতায় ফিরেছেন মনোজ তিওয়ারিরা ৷ তার 48 ঘণ্টা পরে মাঠে নেমে পড়লেন মনোজরা ৷ ইতিমধ্যেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং অধিনায়ক মনোজের সঙ্গে কথা বলেছেন ৷ সবুজ উইকেটে সৌরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চান মনোজ-লক্ষ্মীরা ৷ তাই ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ কুমারের সঙ্গে আকাশ ঘটক দলে আসতে পারেন ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করলেও প্রদীপ্ত প্রামাণিক সম্ভবত বাইরে থাকতে চলেছেন ৷
দলের ওপেনার সমস্যা বাংলার টিম ম্যানেজমেন্টের অন্যতম বড় চিন্তা ৷ করণলালকে সেমিফাইনালে ফের সুযোগ দিয়েও সমস্যা মেটেনি ৷ সুদীপ ঘরামিকে কোয়ার্টার ফাইনালে খেলিয়েও স্থিতি মেলেনি ৷ এই অবস্থায় অভিমন্যু ঈশ্বরণের ভালো পারফরম্যান্সের সঙ্গে অপর ওপেনারের কাছ থেকেও নির্ভরতা চাইছেন মনোজ এবং লক্ষ্মীরতন ৷ ইডেনের সবুজ উইকেট পেসার সহায়ক হলেও, দু'দিন পরে স্পিনাররাও সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সেমিফাইনালের একাদশেই খেলা হবে, না কি পরিবর্তন হবে, তাই নিয়ে আলোচনা চলছে ৷