পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ranji Trophy 2021-22 : 'মন্ত্রী' মনোজ ফিরলেন শূন্য রানে, বরোদার বিরুদ্ধে একশো পেরোতে ব্যর্থ বাংলা - 'মন্ত্রী' মনোজ ফিরলেন শূন্য রানে, বরোদার বিরুদ্ধে একশো পেরোতে ব্যর্থ বাংলা

বরোদার 181 রানের জবাবে রঞ্জির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে মাত্র 88 রানে গুটিয়ে গেল বাংলা (Bengal all-out for 88 runs against Baroda) ৷ মনোজ তিওয়ারি ফিরলেন শূন্য রানে

Ranji Trophy 2021-22
'মন্ত্রী' মনোজ ফিরলেন শূন্য রানে, বরোদার বিরুদ্ধে একশো পেরোতে ব্যর্থ বাংলা

By

Published : Feb 18, 2022, 3:52 PM IST

কটক, 18 ফেব্রুয়ারি :বরোদাকে স্বল্প রানে বেঁধে রেখেও ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ বাংলা ৷ বরোদার 181 রানের জবাবে রঞ্জির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে মাত্র 88 রানে গুটিয়ে গেল বাংলা (Bengal all-out for 88 runs against Baroda) ৷ মনোজ তিওয়ারি ফিরলেন শূন্য রানে (Manoj Tiwary gone for duck) ৷ দ্বিতীয় বলে 'মন্ত্রীমশাই'কে প্যাভিলিয়নে ফেরানো অতিত শেঠের পাঁচ উইকেটে ল্যাজে-গোবরে অরুণ লালের দল (Atit Sheth takes 5 wicket haul for Baroda) ৷

বৃহস্পতিবার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফিরে গিয়েছিলেন মাত্র 4 রানে ৷ প্রথমদিন 1 উইকেটে 24 রানে শেষ করা বাংলাকে দ্বিতীয়দিন ভরসা দিতে ব্যর্থ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারিরা ৷ অতীত শেঠ, লুকমান মেরিওয়ালার দাপটে বাংলার বড় কোনও পার্টনারশিপই তৈরি হল না গতবারের রানার্সদের ৷

সর্বাধিক রান এল ওপেনার সুদীপ ঘরামি এবং উদীয়মান, স্টাম্পার-ব্যাটার অভিষেক পোড়েলের ব্যাটে ৷ দু'জনেই করলেন 21 রান ৷ মনোজ তিওয়ারি ছাড়াও অনুষ্টুপ মজুমদার, মুকেশ কুমার, আকাশদীপ ফেরেন রানের খাতা না খুলেই ৷ সাত বল খেলে অতিতেরই শিকার হন অনুষ্টুপ ৷

আরও পড়ুন : IND vs WI First T20 : সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার

অতিত শেঠের পাঁচ উইকেটের পাশাপাশি মেরিওয়ালা তুলে নেন তিন উইকেট ৷ দ্বিতীয়দিন চা-বিরতিতে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 79 রান তুলেছে বরোদা ৷ বাংলার চেয়ে 172 রানে এগিয়ে ক্রুনাল পান্ডিয়ারা ৷ ইশান পোড়েলের 4 উইকেটে প্রথম ইনিংসে 188 রানে বেঁধে রেখেছিল বাংলা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details