কটক, 18 ফেব্রুয়ারি :বরোদাকে স্বল্প রানে বেঁধে রেখেও ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ বাংলা ৷ বরোদার 181 রানের জবাবে রঞ্জির প্রথম ম্যাচে প্রথম ইনিংসে মাত্র 88 রানে গুটিয়ে গেল বাংলা (Bengal all-out for 88 runs against Baroda) ৷ মনোজ তিওয়ারি ফিরলেন শূন্য রানে (Manoj Tiwary gone for duck) ৷ দ্বিতীয় বলে 'মন্ত্রীমশাই'কে প্যাভিলিয়নে ফেরানো অতিত শেঠের পাঁচ উইকেটে ল্যাজে-গোবরে অরুণ লালের দল (Atit Sheth takes 5 wicket haul for Baroda) ৷
বৃহস্পতিবার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফিরে গিয়েছিলেন মাত্র 4 রানে ৷ প্রথমদিন 1 উইকেটে 24 রানে শেষ করা বাংলাকে দ্বিতীয়দিন ভরসা দিতে ব্যর্থ সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারিরা ৷ অতীত শেঠ, লুকমান মেরিওয়ালার দাপটে বাংলার বড় কোনও পার্টনারশিপই তৈরি হল না গতবারের রানার্সদের ৷