পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাক সিরিজের আগে ইংল্যান্ড দলে করোনার হানা, ইংল্যান্ড দলে ফিরলেন বেন স্টোকস - আইসোলেশন

পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজের আগে করোনার হানা ইংল্যান্ড শিবিরে ৷ ইংল্যান্ড দলের 7 সদস্য করোনা আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে 3 জন ক্রিকেটার রয়েছেন ৷

ben-stokes-to-lead-new-england-team-against-pakistan-after-3-england-cricketer-test-covid-19-positive
পাক সিরিজের আগে ইংল্যান্ড দলে করোনার হানা, ইংল্যান্ড দলে ফিরলেন বেন স্টোকস

By

Published : Jul 6, 2021, 8:14 PM IST

লন্ডন, 6 জুলাই : ইংল্যান্ড শিবিরে করোনার হানা ৷ পাকিস্তান সিরিজের জন্য নির্বাচিত দলের 3 জন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন ৷ এছাড়াও 4 জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার জেরে গোটা ইংল্যান্ড দলকে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ 8 জুলাই বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান’ডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড ৷ তার পর 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে দুই দেশের মধ্যে ৷

তবে, করোনার সংক্রমণের জেরে নতুন করে দল বাছাই করতে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডকে ৷ অন্যদিকে, আইপিএলে হাতের আঙুলে চোট পাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান’ডে এবং টি-20 সিরিজে ইংল্যান্ড দলে ফিরছেন বেন স্টোকস ৷ তিনি এই সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন ৷ মঙ্গলবার ইংল্যান্ডের নতুন দল ঘোষণা করা হবে ৷ ইসিবি’র চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, ‘‘আমাদের এমন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে এবং এটাও মাথায় রাখতে হবে যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ আর তাই আমাদের বায়ো সিকিওর বাবলের পরিবেশ থেকে বেরিয়ে আসা সংক্রমিত হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে তুলবে’’ ৷

আরও পড়ুন : নামে বিভ্রান্তি ! আইসিসি-র নিষেধাজ্ঞার মুখে সনৎ

তিনি আরও জানিয়েছেন, ‘‘এই পরিস্থিতিতে নিয়মবিধি পালনের ক্ষেত্রে আমাদের নয়া নীতি পালন করতে হবে ৷ যাতে করে দীর্ঘদিন ধরে আমাদের ক্রিকেটাররা কড়া বিধিনিষেধের মধ্যে ভালভাবে থাকতে পারে’’ ৷ সেই সঙ্গে বেন স্টোকসের চোট সারিয়ে ইংল্যান্ড দলে ফেরায় স্বভাবতই খুশি ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে, পাকিস্তান দল তাঁদের সীমিত ওভারের ক্রিকেট সফরে সাতদিনের অনুশীলন শুরু করেছে ৷ ইনকোরা ডার্বি ক্রিকেট গ্রাউন্ডে ওই শিবিরের আয়োজন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details