পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Leading Six-hitter in Test: ম্যাককালামকে টপকে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড স্টোকসের

টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড বেন স্টোকসের (Leading Six-hitter in Test) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড গড়লেন তিনি ৷ প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলামকে টপকালেন তিনি ৷

Leading Six-hitter in Test ETV BHARAT
Leading Six-hitter in Test

By

Published : Feb 18, 2023, 3:21 PM IST

মাউন্ট মাউনগানুই (নিউজিল্যান্ড), 18 ফেব্রুয়ারি: টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৷ শনিবার মাউন্ট মাউনগানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয়দিনে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি (Ben Stokes Leading Six Hitter in Test Cricket) ৷ নজির গড়ার পথে প্রাক্তন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পিছনে ফেললেন বেন (Ben Stokes Surpasses Brendon McCullum), যিনি ঘটনাচক্রে বর্তমানে ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ ৷ তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসের 49তম ওভারে কিউয়ি পেসার স্কট কুগেলিনকে ছয় মেরে ম্যাককালামকে টপকে যান বেন স্টোকস ৷

দ্বিতীয় ইংনিসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেন স্টোক 33 বলে 31 রানের ইনিংস খেলেছেন ৷ 3টি চার এবং 2টি ছয় মেরেছেন তাঁর এই ছোট্ট ইনিংসে ৷ ম্যাককালাম নিউজিল্যান্ডের হয়ে 101টি টেস্টে 107টি ছয় মেরেছেন ৷ যে রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত ছিল ৷ এবার সেই রেকর্ড ভেঙে দিলেন বেন স্টোকস ৷ তিনি 90 টেস্ট ম্যাচে এই মুহূর্তে 109টি ছয় মেরেছেন তিনি ৷ মোট টেস্ট রান ও সেঞ্চুরির ক্ষেত্রেও খুব শীঘ্রই কোচ ম্যাককালামকে টপকে যেতে পারেন বেন ৷

এই মুহূর্তে থ্রি-লায়ন্স অধিনায়কের টেস্ট ক্রিকেটে সংগ্রহ 5 হাজার 652 রান ৷ 12 টি সেঞ্চুরি এবং 28টি হাফসেঞ্চুরি করেছেন স্টোকস ৷ সেখানে ম্যাককালামের টেস্টে সংগৃহীত রান 6 হাজার 453 ৷ তাঁর সেঞ্চুরির সংখ্যাও 12 এবং হাফ সেঞ্চুরি 31টি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি ডে-নাইট টেস্ট খেলছে ইংল্যান্ড ৷ এই মুহূর্তে ম্যাচে অনেকটাই এগিয়ে রয়েছে ইংল্যান্ড ৷ প্রথম ইনিংসে 9 উইকেটে 325 রানে ইনিংস ডিক্লেয়ার করেন ইংল্যান্ড অধিনায়ক ৷

আরও পড়ুন:শততম টেস্টে শূন্য চেতেশ্বর পূজারার, প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় রোহিতদের

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ৷ একটা সময় 83 রানে 5 উইকেট হারায় কিউয়িরা ৷ সেখান থেকে ডেভন কনওয়ে (77) এবং টম ব্লান্ডেল (138)-এর সেঞ্চুরিতে ভর করে 306 রান তোলে উইলিয়ামসনরা ৷ 19 রানে এগিয়ে থেকে ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ৷ দ্বিতীয় ইনিংসে 374 রান করেছে ইংল্যান্ড ৷ 355 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড 63 রানে 5 উইকেট হারিয়ে চাপে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details