অ্যাডিলেড, 8 নভেম্বর: বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ চারের লড়াই (India will take on England in T20 WC semifinal on Thursday) ৷ সোমবারই টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছিল ম্যাচ ভেন্যুতে ৷ তবে মঙ্গলবার 'ব্রিটিশ বধে'র প্রস্তুতির আগে প্রথাগত রুটিনের বাইরে গিয়ে স্বাদ বদল করল দল ৷ আর সেই স্বাদ বদল হল অ্যাডিলেডের এক ভারতীয় রেস্তরাঁয় ৷ মঙ্গলবার 'ব্রিটিশ রাজ'-এ নৈশভোজ সারল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি (Before meeting England Team India enjoys dinner at British Raj) ৷
চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, লাম্ব রোগান জোশের মতো ডিশের কারণে অ্যাডিলেডের এই ভারতীয় রেস্তরাঁ প্রসিদ্ধ বিশ্বের ভোজনরসিকদের কাছে ৷ বিগ সেমিতে ব্রিটিশ চ্যালেঞ্জ নেওয়ার আগে টরেন্সভিলার হেনলে বিচ রোডে সেই প্রসিদ্ধ ভারতীয় রেস্তরাঁতেই সপরিবারে ডিনার সারলেন ভারতীয় ক্রিকেটাররা ৷