পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Babar Azam on Ind vs Pak : অভিজ্ঞ বোলিং আক্রমণকে হাতিয়ার করে কোহলিদের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার বাবরের - ভারত বনাম পাকিস্তান

মেন ইন ব্লু'র বিরুদ্ধে মাঠে নামার আগে বোলিং বিভাগই যে তাঁর স্বস্তির জায়গা সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন টি-20তে বিশ্বের দু'নম্বর ব্যাটার ৷ দেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ কীভাবে স্ট্র্য়াটেজি সাজাচ্ছেন বাবর? উত্তরে পাক অধিনায়ক জানালেন, তাঁরা নিজেদের খেলায় ফোকাস থাকতে চান এবং বল বাই বল ভাবতে চান ৷

Babar Azam on Ind vs Pak
অভিজ্ঞ বোলিং আক্রমণকে হাতিয়ার করে কোহলিদের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার বাবরের

By

Published : Oct 23, 2021, 4:29 PM IST

দুবাই, 23 অক্টোবর : বাবর আজমের হাত ধরে কি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সুদিন ফিরবে পাকিস্তানের? উত্তরের খোঁজে রবিবারের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব ৷ 50 ওভার এবং কুড়ি-বিশের ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপে এযাবৎ ভারতের বিরুদ্ধে 12 বার মুখ চুন হয়েছে ওয়াঘার ওপারের দেশটির ৷ যে কোনও ধরনের বিশ্বকাপে পাক দলকে প্রথমবার নেতৃত্ব প্রদান করতে চলা বাবর আজম আগেই অতীত ভুলে সামনে তাকানোর বার্তা দিয়েছিলেন রিজওয়ান-শাহিনদের ৷ আর মহারণের প্রাক্কালে তাঁর দলের শক্তিশালী বোলিং আক্রমণকে বিরাট কোহলিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার বার্তা দিলেন পাক অধিনায়ক বাবর আজম ৷

বিশ্বক্রিকেটের সবচেয়ে চর্চিত এবং উত্তেজক এনকাউন্টারের প্রাকমুহূর্তে সাংবাদিক সম্মেলনে পাক দলনায়ক বলেন, "প্রত্যেক দলই কোনও না কোনও শক্তি নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে ৷ ঠিক তেমনই বোলিং আমাদের শক্তির জায়গা ৷ বড় কোনও টুর্নামেন্ট জিততে হলে দলের বোলারদের গুরুদায়িত্ব পালন করতে হয় ৷ সেদিক থেকে দেখতে গেলে আমাদের বোলাররা দুর্দান্ত শেপে রয়েছে ৷ চ্য়াম্পিয়নস ট্রফি, বিশ্বকাপের মত মঞ্চে ওদের খেলার অভিজ্ঞতা রয়েছে ৷"

অর্থাৎ, মেন ইন ব্লু'র বিরুদ্ধে মাঠে নামার আগে বোলিং বিভাগই যে তাঁর স্বস্তির জায়গা সেটা হাবেভাবে বুঝিয়ে দিলেন টি-20তে বিশ্বের দু'নম্বর ব্যাটার ৷ দেশের প্রথম অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ কীভাবে স্ট্র্য়াটেজি সাজাচ্ছেন বাবর? উত্তরে পাক অধিনায়ক জানান, তাঁরা নিজেদের খেলায় ফোকাস থাকতে চান এবং বল বাই বল ভাবতে চান ৷

আরও পড়ুন : বাবরদের 'ভারত জয়ে'র মন্ত্র দিলেন মুস্তাক

আর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঈর্ষণীয় পরিসংখ্য়ান কি কোনওভাবে ভাবাচ্ছে? বাবর বললেন, "এই ম্যাচে মাঠে নামার আগে আমাদের রেকর্ড, পরিসংখ্যান ভুলে যেতে হবে ৷ মনে রাখতে হবে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য ৷" তবে বোলিং দিয়ে যে শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতা যাবে না তাও শুনিয়ে রাখলেন বাবর ৷ তাই বোলিংয়ের প্রতি বাড়তি শ্রদ্ধাশীল হয়েও পাশা ওলটাতে ব্য়াটিং এবং ফিল্ডিংয়েও জান লড়িয়ে দেওয়ার বার্তা দিলেন টি-20 ক্রিকেটে 2,204 রানের মালিক ৷

ABOUT THE AUTHOR

...view details