মুম্বই, 15 নভেম্বর: বিশ্বকাপ দেখতে ভারতে ডেভিড বেকহ্যাম। এই মুহূর্তে মুম্বইয়ের ওয়াংখেড়েতে চলছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ৷ এরইমাঝে ইউনিসেফের দূত হিসাবে ভারতে এসেছেন বেকহ্যাম ৷ বিশ্বকাপ দেখতেও এসেছেন তিনি ৷ ইতিমধ্যেই গালি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কিংবদন্তি ফুটবলারকে। আবার কখনও ছোট ছেলে-মেয়েদের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে। বিভিন্ন শহরে ঘুরছেন তিনি। কিংবদন্তি ফুটবলারকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া গিয়েছে। সোশাল মিডিয়ায়য় তিনিও এই মুহূর্তগুলি শেয়ার করেছেন ৷ আর আজ, বুধবার ওয়াংখেড়েতে মেয়েদের জন্য সমতা এবং ক্ষমতায়নের ব্যাট ধরলেন কিংবদন্তি ফুটবলার বেকহ্যাম ৷
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত ৷ তাতে টপ অর্ডারের সমস্ত ব্যাটাররাই ভালো রান পেয়েছেন ৷ বিরাট কোহলি শতরান করেছেন ৷ শতরান করেছেন শ্রেয়স আইয়ারও ৷ তাতে গ্য়ালারি থেকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ৷ মাঠেও ক্রিকেটারদের প্রশংসা করছেন। আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসার আগে, তিনি গুজরাতের শিশু এবং কিশোর-কিশোরীদের সঙ্গে দেখা করেন ৷ যারা পরিবর্তন এবং উদ্ভাবন নিয়ে আসছে ৷ রিংকু প্রবিভাইয়ের মতো তরুণীরা তাঁদের স্বপ্নপূরণ করতে সমস্ত বাধা অতিক্রম করছেন।
বেকহ্যাম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে ইউনিসেফের অংশীদারিত্ব উদযাপন করতে ভারতে এসে বলেন, "এক মেয়ের বাবা হয়ে, আমি রিংকু এবং অন্যান্য অল্পবয়সি মেয়েদের সঙ্গ দেখা করতে পেরে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি ৷ যারা পরিবর্তনের জন্য লড়াই করছে এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে ৷"