মুম্বই, 16 মে : গুজরাত টাইটান্সের মতোই অভিষেকে সাড়া জাগিয়েছে লখনউ সুপার জায়ান্টস ৷ প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করার দৌড়ে একসময় লড়াইয়ে ছিল তারাও ৷ কিন্তু ধারাবাহিকতায় টেক্কা দিয়েছে গুজরাত ৷ তবে রবিবাসরীয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছনোর সুযোগ ছিল কেএল রাহুল নেতৃত্বাধীন দলের সামনে ৷ কিন্তু মরসুমে প্রথমবার টানা দ্বিতীয় ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করল লখনউ ৷ অন্যদিকে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সাক্ষাতেও নবাবের শহরকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস (Beating LSG by 24 runs RR inch closer to playoffs) ৷ লখনউয়ের সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে অবস্থান করলেও (13 ম্যাচে 16) রান-রেটে দু'য়ে সঞ্জুরা ৷
24 রানে এদিন লখনউকে হারাল তারা ৷ সৌজন্যো কিউয়ি স্পিডস্টার ট্রেন্ট বোল্টের অলরাউন্ড পারফরম্যান্স ৷ ব্যাট 9 বলে 17 রানের দামি ইনিংস খেলার পর 4 ওভারে মাত্র 18 রান দিয়ে দু'টি উইকেট বোল্টের ঝুলিতে (All-round performance by Trent Boult helps RR to beat LSG) ৷ প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন 20 ওভারে 6 উইকেট হারিয়ে 178 রান তোলে রয়্যালস ৷ বোল্টের আগে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যশস্বী জয়সওয়াল (29 বলে 41), দেবদূত পারিক্কল (18 বলে 39) এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (24 বলে 32) ৷