পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

RR vs LSG in IPL 2022 : ব্যাটে-বলে দুরন্ত বোল্ট, নবাবের শহরকে হারিয়ে দ্বিতীয়স্থানে রয়্যালস

চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সাক্ষাতেও নবাবের শহরকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস (Beating LSG by 24 runs RR inch closer to playoffs) ৷ লখনউয়ের সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে অবস্থান করলেও (13 ম্যাচে 16) রান-রেটে দু'য়ে সঞ্জুরা ৷

RR vs LSG
নবাবের শহরকে হারিয়ে দ্বিতীয়স্থানে রয়্যালস

By

Published : May 16, 2022, 7:36 AM IST

মুম্বই, 16 মে : গুজরাত টাইটান্সের মতোই অভিষেকে সাড়া জাগিয়েছে লখনউ সুপার জায়ান্টস ৷ প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করার দৌড়ে একসময় লড়াইয়ে ছিল তারাও ৷ কিন্তু ধারাবাহিকতায় টেক্কা দিয়েছে গুজরাত ৷ তবে রবিবাসরীয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে পৌঁছনোর সুযোগ ছিল কেএল রাহুল নেতৃত্বাধীন দলের সামনে ৷ কিন্তু মরসুমে প্রথমবার টানা দ্বিতীয় ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করল লখনউ ৷ অন্যদিকে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় সাক্ষাতেও নবাবের শহরকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস (Beating LSG by 24 runs RR inch closer to playoffs) ৷ লখনউয়ের সঙ্গে পয়েন্টের নিরিখে একই মেরুতে অবস্থান করলেও (13 ম্যাচে 16) রান-রেটে দু'য়ে সঞ্জুরা ৷

24 রানে এদিন লখনউকে হারাল তারা ৷ সৌজন্যো কিউয়ি স্পিডস্টার ট্রেন্ট বোল্টের অলরাউন্ড পারফরম্যান্স ৷ ব্যাট 9 বলে 17 রানের দামি ইনিংস খেলার পর 4 ওভারে মাত্র 18 রান দিয়ে দু'টি উইকেট বোল্টের ঝুলিতে (All-round performance by Trent Boult helps RR to beat LSG) ৷ প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন 20 ওভারে 6 উইকেট হারিয়ে 178 রান তোলে রয়্যালস ৷ বোল্টের আগে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন যশস্বী জয়সওয়াল (29 বলে 41), দেবদূত পারিক্কল (18 বলে 39) এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (24 বলে 32) ৷

জবাবে 29 রানে 3 উইকেট হারিয়ে কোণঠাসা লখনউকে টেনে তোলার চেষ্টা করে দীপক হুডা-ক্রুনাল পান্ডিয়া জুটি ৷ চতুর্থ উইকেটে দুই ব্যাটারের 65 রানের জুটি হালে পানি এনে দিলেও শেষরক্ষা হয়নি ৷ হুডার 39 বলে 59, পরবর্তীতে মার্কাস স্টোইনিসের 17 বলে ঝোড়ো 27 রানও জয় এনে দিতে পারেনি রাহুলের দলকে ৷ 8 উইকেটে 154 রানে থামে লখনউয়ের ইনিংস ৷

আরও পড়ুন :হায়দরাবাদকে হারানোয় প্লে-অফের সম্ভাবনা কতটা নাইটদের ? রইল বাকি দলগুলোর অবস্থানও

বোল্ট ছাড়াও রয়্যালস বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং ওবেড ম্যাকয় ৷ একটি করে উইকেট রবি অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের ঝুলিতে ৷ রাজস্থানের এই জয় শেষ ল্যাপে এসে যে প্লে-অফের লড়াই আরও জমিয়ে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details