সিলেট, 8 অক্টোবর: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হতাশার হার ৷ চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশের ৷ 2018 ফাইনালে যাদের বিরুদ্ধে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ৷ স্বাভাবিকভাবেই এশিয়া কাপের সেমি নিশ্চিত করার নিরিখে শনিবারের ম্যাচ ভারতের মেয়েদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ যদিও পাকিস্তানের বিরুদ্ধে হারের হতাশা দূরে সরিয়ে রেখে সিলেটে এদিন হেলায় বাংলাদেশকে হারাল ভারতের মেয়েরা (India Women beat Bangladesh) ৷ সেই সঙ্গে নিশ্চিত হল সেমিফাইনালের টিকিট (Indian Women seal SM berth in Asia Cup) ৷ স্মৃতি মন্ধনা নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশকে এদিন হারাল 59 রানে ৷ সৌজন্যে শেফালি বর্মার (Shafali Verma) অলরাউন্ড পারফরম্যান্স ৷
হরমনপ্রীত কর বিশ্রামে থাকায় এদিন দলকে নেতৃত্ব প্রদান করেন স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ৷ টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি ৷ মন্ধনা এবং শেফালির 96 রানের ওপেনিং জুটি দলকে বড় রানের ভিতে দাঁড় করিয়ে দেয় ৷ যদিও পরের দিকের ব্যাটারদের ব্যর্থতায় রানটা 160-এর গণ্ডি পেরোয়নি ৷ 5টি চার, 2টি ছয়ে শেফালি করেন 44 বলে 55 রান (Shafali hits 55 runs from 44) ৷ আর মন্ধনার ব্যাট থেকে আসে অধিনায়কোচিত 47 রান (38 বল) ৷ জেমিমা করেন 35 রান ৷ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তোলে ভারত ৷