মুম্বই, 6 সেপ্টেম্বর:আসন্ন বিশ্বকাপে টিকিটের চাহিদার কথা মাথাই রেখে ক্রিকেটপ্রেমীদের সুখবর দিল বিসিসিআই ৷ চাহিদার তুলনায় জোগান কম থাকায় অনেক ক্রিকেটপ্রেমীই টিকিট কাটতে গিয়ে হতাশ হচ্ছিলেন ৷ তাতেই এবার আশার আলো দেখাল বিসিসিআই ৷ আরও 4 লক্ষ টিকিট বিক্রির ঘোষণা করা হয়েছে ৷ আগামী 4 সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত 8টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কোন ওয়েবসাইট থেকে গেলে পাবেন টিকিট, জেনে নিন বিস্তারিত ৷
আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই এই টিকিট কাটতে পারবেন। তবে হুঁশিয়ারি দিয়ে বোর্ড এটাও জানিয়েছে, টিকিট কাটার জন্যে এখন থেকেই প্রস্তুত হতে। বিসিসিআইয়ের তরফে এদিন একটি টুইট করে এই বিবৃতিতে দেওয়া হয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা এখন তাদের আসন নিশ্চিত করতে পারেন বছরের সেরা ক্রিকেট উপভোগের জন্য।"
আগামী পরশু (8 সেপ্টেম্বর, 2023) ভারতীয় সময় রাত 8টা থেকে সমস্ত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা https://tickets.cricketworldcup.com-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন। ক্রিকেট বিশ্বকাপের এই ওয়েবসাইটে নির্দিষ্ট অপশনে গিয়ে সিলেক্ট করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত সংখ্যক টিকিট ছাড়া হবে, তা জানায়নি বোর্ড। কিন্তু এই সিদ্ধান্তে খুশি সমর্থকেরা। এই সময়ের পরে যদি ফের টিকিট ছাড়া হয়, তাহলে দর্শকদের পরবর্তীতে জানানো হবে ৷
উল্লেখ্য, বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ যে সংস্থা টিকিট বিক্রি করছে, তাদের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ে টিকিট কাটতে গেলেও অনেকেই সফল হননি। এ নিয়ে সোশাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন । সেই বিতর্ক ধামাচাপা দিতেই নতুন করে টিকিট ছাড়ার সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে ।
আরও পড়ুন:পাক পেস ব্যাটারির বিরুদ্ধে শাকিব-মুসির ব্যাটে মুখরক্ষা বাংলাদেশের