পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেলরত্নের জন্য মিতালি ও অশ্বিনের নাম পাঠাবে বিসিসিআই - বিসিসিআই

গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে 22 বছর পূর্ণ করেছেন মিতালি ৷ দেশের সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ৷ অন্যদিকে, প্রায় এক দশক ধরে ভারতীয় টেস্ট দলের ভরসার নাম রবিচন্দ্রন অশ্বিন ৷

Khel Ratna
Khel Ratna

By

Published : Jun 30, 2021, 10:02 PM IST

মুম্বই, 30 জুন : একজন 22 বছর ধরে 22 গজে দেশকে প্রতিনিধিত্ব করছেন ৷ অন্যজন টেস্ট ফরম্যাটে চারশোর বেশি উইকেটের মালিক ৷ ভারতীয় ক্রিকেটের নক্ষত্র মিতালি রাজ ও রবিচন্দ্রন অশ্বিনের নাম রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য পাঠাবে বিসিসিআই ৷ ক্রীড়াজগতে যা দেশের সর্বোচ্চ সম্মান ৷

গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে 22 বছর পূর্ণ করেছেন মিতালি ৷ দেশের সর্বকালের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ৷ আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রহকারী মহিলা ক্রিকেটার হলেন মিতালি ৷ প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে সাতহাজার রান পূর্ণ করেছেন ৷ দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের এই অন্যতম ভরসার মুখকে খেলরত্ন পুরস্কারের জন্য বেছে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা ৷ অতীতে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী সম্মান পেয়েছেন মিতালি ৷

অন্যদিকে বিরাট কোহলির দলের অন্যতম সেরা অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রায় এক দশক ধরে ভারতীয় টেস্ট দলের ভরসার নাম ৷ ঝুলিতে রয়েছে 417টি টেস্ট উইকেট ৷ টেস্টে দেশের সর্বকালের সেরা উইকেট সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অশ্বিন ৷ 2014 সালে অর্জুন পুরস্কার পান অশ্বিন ৷ গতবছর খেলরত্ন পুরস্কার পান সীমিত ওভারে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ সেবছর রেকর্ড পাঁচজন খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন ৷

আরও পড়ুন : জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য নাম জমার সময়সীমা বেড়ে 5 জুলাই

এরই সঙ্গে অর্জুন পুরস্কারের জন্য শিখর ধাওয়ান, লোকেশ রাহুল এবং জসপ্রীত বুমরার নাম পাঠাতে চলেছে বিসিসিআই ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড আধিকারিক জানিয়েছেন, এবছর মহিলা ক্রিকেট দল থেকে অর্জুন পুরস্কারের জন্য কারও নাম পাঠানো হচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details