কলকাতা, 10 সেপ্টেম্বর : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বর্ষপূর্তি হয়েছে গত মাসেই ৷ এর মধ্যেই টিম ইন্ডিয়ায় নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ৷ আসন্ন টি-20 বিশ্বকাপ বিরাট-রোহিতদের 'মেন্টর' হিসেবে কাজ করবেন মাহি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৷ শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে একথা জানান ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক ৷
বুধবারই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল ঘোষণা করেছে ভারত ৷ দলে চমক বলতে দীর্ঘদিন পর টি-20 ফর্ম্যাটে প্রত্যাবর্তন রবিচন্দ্রন অশ্বিনের ৷ তবে ক্রিকেট বিশ্বের চমক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্য সিদ্ধান্তে ৷ মাত্র এক বছর আগে জাতীয় দল থেকে অবসর নেওয়া ধোনিকে বিশ্বকাপের দলের মেন্টর নিয়োগ করে ৷ 24 অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ তবে 2019 বিশ্বকাপের পর ফের একবার ভারতীয় ড্রেসিংরুমে দেখা যাবে ধোনি ৷ 'মেন ইন ব্লু' জার্সিতে বিরাট-রোহিতদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন মাহি ৷
আরও পড়ুন : মেন্টর ধোনি আসলে ভবিষ্যতের কোচ তৈরির প্রস্তুতি, বলছেন কেশব বন্দ্যোপাধ্যায়
ক্রিকেটর সংক্ষিপ্ত ফর্ম্যাটে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ধোনি ৷ 2007 সালে জোহানেসবার্সে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত ৷ সেই ধোনিকে 2021 টি-20 বিশ্বকাপের দলের সঙ্গে জুড়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বিসিসিআই ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কিংবদন্তি কপিল ৷ এদিন কলকাতায় এক অনুষ্ঠানে বিশ্বকাপে ধোনির মেন্টর প্রসঙ্গে ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক বলেন, "এটা খুব ভাল সিদ্ধান্ত ৷ সাধরণত ক্রিকেট ছাড়ার তিন-চার বছর পর এই ভূমিকায় দেখা যায় ৷ কিন্তু এটা স্পেশাল কেস হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে ৷ বিশ্বকাপের মঞ্চে ধোনির অভিজ্ঞতা কাজে লাগবে ৷ তাছাড়া কোচ রবি শাস্ত্রীর শরীরটাও ভাল যাচ্ছে না ৷ বোর্ড ভাল সিদ্ধান্ত নিয়েছে ৷"
গত বছর 15 অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি ৷ এক বছরের পর ফের টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফিরছেন মাহি ৷ ভারতের দু'বারের বিশ্বকাপ জয়ী অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিসিআই ৷ আগমী মাসে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সপ্তম সংস্করণ ৷