নয়াদিল্লি, 29 মে : অসমাপ্ত আইপিএলের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে ৷ আজ সরকারিভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ কিন্তু আইপিএলের 31টি ম্যাচ আয়োজনে বোর্ডের সামনে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল বিদেশি খেলোয়াড়দের সার্ভিস পাওয়া ৷
বিদেশি খেলোয়াড় ছাড়া আইপিএল মানে সৈয়দ মুস্তাক আলি টি-20-র সমান ৷ এমনই মনে করেন ভারতীয় ক্রিকেটাররা ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ও আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে কয়েকটা সপ্তাহ বিদেশি খেলোয়াড়দের পাওয়া কঠিন হতে চলেছে বোর্ডের কাছে ৷ দিনক্ষণ ঘোষিত না হলেও শোনা যাচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে আইপিএল ৷ এদিকে 19 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএল ৷ ফলে প্রথমদিকে ক্যারিবিয়ান ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় রয়েছ ৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংল্যান্ড ৷ ফলে ইয়ন মরগ্য়ান, বেন স্টোকস, জস বাটলার, জোফ্রা আর্চারদের খেলা নিয়েও সংশয় রয়েছে ৷