মুম্বই, 17 অক্টোবর : ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷ 'মেন ইন ব্লু'র কোচের হটসিটে রবি শাস্ত্রীর জুতোয় পা গলাবেন কে? জোর চর্চা ক্রিকেটমহলে ৷ আইপিএল ফাইনালের রাতেই কোহলিদের পরবর্তী কোচ বাছাই ইস্যুতে বড়সড় ডেভলপমেন্ট সেরে নিয়েছে বিসিসিআই ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরিয়ে রাহুল শারদ দ্রাবিড়কে কোহলিদের হেডস্য়ার পদে বসাচ্ছে বিসিসিআই ৷ দিনের আলো দেখার খুব কাছে দেশের ক্রিকেট অনুরাগীদের বহুদিনের স্বপ্ন ৷
একদা বিশ্বস্ত সতীর্থ, প্রিয় বন্ধুকে অনেক অনুরোধ করে অবশেষে রাজি করিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দু'বছরের চুক্তিতে নাকি ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ সব ঠিকঠাক থাকলেও বিসিসিআই'কে তার কাজ তো করতেই হবে ৷ তাই দ্রাবিড়কে ভাবনায় রেখেও রবিবার কোচের পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই ৷