পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

National Cricket Academy : এনসিএ প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বিসিসিআই’র - National Cricket Academy Head

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই ৷ আজ বিসিসিআই এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ৷ গত দু’বছর ধরে ওই পদে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ এবারও আগামী দু’বছরের জন্য ওই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷

bcci-seeking-applications-for-the-national-cricket-academy-head-in-bengaluru
National Cricket Academy : এনসিএ প্রধান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বিসিসিআই’র

By

Published : Aug 10, 2021, 4:46 PM IST

মুম্বই, 10 অগস্ট : জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy)-র প্রধান পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিতে বিজ্ঞপ্তি জারি করল বিসিসিআই (BCCI) ৷ প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় (Rahul Dravid) গত দু’বছর ধরে ওই পদে ছিলেন ৷ দ্রাবিড়ের সময়সীমা শেষ হওয়ার পর, শ্রীলঙ্কায় ভারতের সফরকারী দলের হেড কোচ হিসেবে তাঁকে নিয়োগ করা হয় ৷ ফলে এবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি’র প্রধান পদে নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷

বিসিসিআই-এর তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে এনসিএ-র প্রধান পদে দু’বছরের জন্য নিয়োগ করা হবে ৷ ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, ওই পদে থাকা ব্যক্তিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়া তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স গ্রাফ সহ একাধিক তথ্য বিসিসিআই সচিব-কে জানাতে হয় ৷ এমনকি পুরুষ ও মহিলা জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সহ একাধিক বিষয়ে নজর রাখতে হয় এনসিএ প্রধানকে ৷ যে দায়িত্ব এতদিন পালন করে এসেছেন রাহুল দ্রাবিড় ৷ প্রসঙ্গত, দ্রাবিড় চাইলে ফের এই পদের জন্য আবেদন করতে পারেন ৷ আর সে ক্ষেত্রে দু’বছরের অভিজ্ঞতা থাকার কারণে এবং সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করায় দ্রাবিড়কেই ফের ওই দায়িত্ব দেওয়া হতে পারে ৷ তবে, পুরোটাই নির্ভর করছে দ্রাবিড় আবেদন করবেন কি না, তার উপর ৷

আরও পড়ুন : Cricket in Olympics : অলিম্পিকসেও এবার ব্যাট-বলের লড়াই ? কোমর বেঁধে নামল আইসিসি

একটি ক্রিকেট অনলাইন পোর্টালের করা খবর অনুযায়ী, বিসিসিআই ও ভারতীয় ক্রিকেটের অলিন্দে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে ৷ যেখানে বলা হচ্ছে, সম্প্রতি শ্রীলঙ্কা সফরে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের হেড কোচ হিসেবে ভাল পারফরমেন্স করেছেন রাহুল দ্রাবিড় ৷ অন্যদিকে, এ বছর নভেম্বরে টি-20 বিশ্বকাপের পর রবি শাস্ত্রী এবং তাঁর কোচিং দলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ ফলে ভবিষ্যতে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের কোচ হওয়ার একটা সম্ভাবনা থাকছে ৷

ABOUT THE AUTHOR

...view details